কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে।ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে ভোট ২ মাস পেছানোর দাবি ছাত্রদলের। তবে ঘোষিত তারিখেই নির্বাচন দাবি জানিয়েছে ছাত্রশিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে জাবিতে চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাকসুর কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফরম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন।
রাকসু নির্বাচন দুমাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্রশিবির ও বাম সংগঠনের। আর নির্বাচন পেছাবে কি-না, তা অংশীজনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে চিফ রির্টার্নিং অফিসার।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনো ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি।
এখনও ছাত্রত্ব শেষ হওয়ার শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা।
তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। বিকেলে জাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
ইএ/টিকে