একটু সময় দেন, সিন্ডিকেটের কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না: বিমান উপদেষ্টা

একটু সময় চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো, কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংখ্যা হাজার পাঁচেক। আমাদের জানামতে, অনিবন্ধিত প্রায় ২০ হাজারের ওপর ট্রাভেল এজেন্ট রয়েছে। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। একটা টিকিটের পেছনে এতগুলো লোক ছোটে। আমরা তদন্তে দেখেছি, যিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন তার নিজস্ব ট্রাভেল এজেন্সি রয়েছে।

ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন উপদেষ্টা। বলেন, ‘তদন্তে আমরা দেখেছি, শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেও মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।’

যারা নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্টের তালিকা করছেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই করেছি। তদন্তের স্বার্থে আমরা সংখ্যায় যাব না। আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতে চাই। এজন্য আমরা সব অংশীজনদের সঙ্গে বসেছি।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দিয়েছি। আমরা মনে করি এই গন্তব্যগুলোতেই নৈরাজ্য সবচেয়ে বেশি। একটি সংখ্যা বলে দিয়েছি, প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে চারটি দাগে প্রত্যেক দিন একটি রিপোর্ট দিতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে আমাদের যে আইনি সক্ষমতা আছে, আমরা পরিপূর্ণভাবে সেটা প্রয়োগ করব; সে যে-ই হোক।’

বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট রয়েছে— উল্লেখ করে তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও একজন বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা চিন্তা করেছি, যে ট্রাভেল এজেন্টকে (সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত) আমরা পাব, প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করব। আমাকে একটু সময় দেন। এটুকু নিশ্চিত থাকেন, কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হয়ে যেতে পারবে না। সে কে— এটা কোনো বিষয় নয়। তারা যদি আমার পরিবারের কোনো সদস্য হয়ে থাকে, আমার কোনো বন্ধু হয়ে থাকে; আমার কোনো পরিচিতজন হয়ে থাকে, যারাই নৈরাজ্যের সঙ্গে জড়িত, কখনো কোনোভাবেই রেহাই পাবে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, কেউ টিকিটের গায়ে মূল্য না লিখলে তার লাইসেন্স বাতিল ও কারাদণ্ড— উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে।
সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জিয়ার মাজারে ডাক্তার সাবরিনা, ক্ষোভ প্রকাশ করলেন যুবদল সভাপতি Aug 26, 2025
img
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার Aug 26, 2025
img
আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে : ধর্ম উপদেষ্টা Aug 26, 2025
img
রাজনীতির প্রতিশোধ অনেকটা প্রকৃতির প্রতিশোধের মতোই : জিল্লুর রহমান Aug 26, 2025
img
শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা করছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী Aug 26, 2025
img
প্রাণনাশের শঙ্কায় বিএনপি নেতা ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা Aug 26, 2025
img
৬ মাসের মধ্যে প্রতি জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করে যাব : আসিফ নজরুল Aug 26, 2025
img
গিলকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার Aug 25, 2025
img
আগামী ২০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই : রনি Aug 25, 2025
img
টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড Aug 25, 2025
img
পুনে শহরে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে Aug 25, 2025
মানুষের ভিড়, মোদীর জন্য বড় বার্তা! | থালাপতি বিজয় | মোদী | নির্বাচনী ভিডিয়ো Aug 25, 2025
img
আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন Aug 25, 2025
img
গভীর রাতে প্রচারণা চালানোর অভিযোগে ক্ষমা চাইলেন উমামা ফাতেমা Aug 25, 2025
img
ইসির সীমানা পুনর্নির্ধারণ : দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদনের শুনানি Aug 25, 2025
img
খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান Aug 25, 2025
img
রোহিঙ্গারা অধিকার নিয়ে মায়ানমারে ফিরতে প্রস্তুত : খলিলুর রহমান Aug 25, 2025
img
হার দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু আফিদাদের Aug 25, 2025
img
রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানালেন আরজে কিবরিয়া Aug 25, 2025
img
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর Aug 25, 2025