আমাজন প্রাইম ভিডিওর নতুন হিন্দি অরিজিনাল সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই সিরিজ দেখা যাবে শুধু ভারতেই নয়, একসঙ্গে বিশ্বের ২৪০টিরও বেশি দেশে।
ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন বলিউডের দুই তারকা তামান্না ভাটিয়া ও ডায়ানা পেন্টি। গল্পে দেখা যাবে শিখা ও আনাহিতা নামের দুই সেরা বন্ধু মিলে ভারতের ক্র্যাফট বিয়ার শিল্পে নিজেদের এক অভিনব অ্যালকোহল স্টার্টআপ গড়ে তোলার স্বপ্নে নামছেন।
পুরুষপ্রধান ব্যবসায়িক অঙ্গনে টিকে থাকার সংগ্রাম, নানা অদ্ভুত অভিজ্ঞতা, হাস্যকর চ্যালেঞ্জ ও উদ্যোক্তার সংগ্রাম সব মিলিয়ে সিরিজটি এক ভিন্নধর্মী বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে। নারী উদ্যোক্তাদের সাহসিকতা ও স্বপ্নপূরণের গল্পকে ঘিরে রচিত এই কাহিনি কেবল হাসি-আনন্দ নয়, দর্শকদের অনুপ্রেরণাও জোগাবে।
সিরিজটিকে “দুঃসাহসী, রঙিন ও নির্দ্বিধায় বিনোদনমূলক” বলে বর্ণনা করেছেন প্রযোজক করণ জোহর। তার ভাষায়, নারীরা যখন নিজেদের নিয়ম লিখতে শুরু করেন, তখন জন্ম নেয় নতুন গল্প। শহুরে পটভূমি, শক্তিশালী নারী চরিত্র এবং অনন্য কনসেপ্ট সব মিলিয়ে ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ হয়ে উঠছে প্রাইম ভিডিওর বছরের অন্যতম প্রতীক্ষিত অরিজিনাল।
এমকে/এসএন