দিল্লি পুলিশ ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নাম গৌরব সিং ও আদিত্য তিওয়ারি, বয়স যথাক্রমে ২২ ও ১৯। জানা গেছে, তারা দুষ্কৃতি দলের সঙ্গে যুক্ত। রবিবার শাহবাদ ডেয়ারির খেরা খালের কাছ থেকে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময়ও তারা দিল্লির অন্য স্থানে হামলার ছক কষছিল।
ঘটনা ঘটেছিল ভোর ৫:৩০–৬:০০টার মধ্যে। মোটরবাইকে করে তিনজন দুষ্কৃতী গুরুগ্রাম সেক্টর ৫-এর এলভিশের বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার দিকে ২৫–৩০ রাউন্ড গুলি চালায়। বাড়িতে ছিলেন কেয়ারটেকার এবং পরিবারের কিছু সদস্য, তবে তারা সুরক্ষিত ছিলেন।
উল্লেখ্য, এলভিশ যাদব ২০২৩ সালে ‘বিগ বস’ ওটিটি দ্বিতীয় সিজনের বিজয়ী হন। সেই বছরই নভেম্বর মাসে তাঁর বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। দাবি করা হয়েছিল, তাঁর কাছে প্রায় নয়টি বিষাক্ত সাপ ছিল। পরে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরে ছবি তোলার সময়ও তিনি বিপাকে পড়েন এবং বারাণসী সেশন আদালতে অভিযোগ দায়ের হয়।
এমকে/এসএন