রোহিঙ্গারা অধিকার নিয়ে মায়ানমারে ফিরতে প্রস্তুত : খলিলুর রহমান

মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. খলিলুর রহমান বলেন, ‘সংলাপের প্রথম দিনে রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরেছেন। এটি ঐতিহাসিক সুযোগ ছিল, কারণ প্রথমবারের মতো তারা একই ছাদের নিচে বসে তাদের কণ্ঠস্বর প্রকাশ করতে পেরেছেন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা এবং প্রতিবেশী দেশসহ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।


তিনি জানান, এই সংলাপের আয়োজন করা হয়েছে আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে।

ড. খলিলুর রহমান সংলাপের প্রধান দিকগুলো তুলে ধরে বলেন, ছয়টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে—
>> রোহিঙ্গাদের কণ্ঠস্বর : সমস্যার সমাধানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
>> প্রত্যাবাসন : রোহিঙ্গারা সম্মানের সঙ্গে নিরাপদ ও স্থায়ীভাবে তাদের নিজ ভূমিতে ফিরতে চান।
>> আন্তর্জাতিক সহায়তা : খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবায় অনিশ্চয়তা কমানো জরুরি।
>> সংলাপ ও আস্থা বৃদ্ধি : বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাস গঠন অপরিহার্য।
>> মায়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ড : স্থানীয় ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিরসন প্রয়োজন।
>> পূর্ণ জবাবদিহি : রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দও সমর্থন জানিয়েছেন।

আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররা এই সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা আশা করি আসন্ন জাতিসংঘ সম্মেলনে সংলাপের এ প্রস্তাবনা কার্যকর ভূমিকা রাখবে।’
সংলাপে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করেছেন।

ড. খলিলুর রহমান জানান, আলোচ্য বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাসম্পন্ন ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজে লাগানো হবে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘মায়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং সীমান্তে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।


ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সমাবেশে ঝড় তোলা থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের! Aug 27, 2025
img
ভারতে গ্রেপ্তার অন্তত ৫১ বাংলাদেশি Aug 27, 2025
img
৫ দিনের রিমান্ডে সাবেক ভিসি কলিমউল্লাহ Aug 27, 2025
img
বন্যার্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর আজম Aug 27, 2025
img
শাহরুখ নন, শাকিবই মনিকার পছন্দের নায়ক Aug 27, 2025
img
৪-০ গোলের বড় ব্যবধানে নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা Aug 27, 2025
img
ভিনিসিয়ুস ও রোদ্রিগোকে প্রতিদ্বন্দ্বিতায় ঠেলে দিলেন রিয়াল কোচ জাবি আলোনসো Aug 27, 2025
img
প্রচুর খেলা থাকায় ফিটনেসে নজর দিতে পারিনি: আজম খান Aug 27, 2025
img
ভারতের ছাড়া পানিতে বন্যার শঙ্কায় পাকিস্তান Aug 27, 2025
img
রাফিনিয়াকে নিয়ে সিবিএফের সঙ্গে আলোচনায় বসবে বার্সা Aug 27, 2025
img
মুন্সীগঞ্জে পদ্মায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার Aug 27, 2025
img
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের তথ্য চাইল জাতীয় বিশ্ববিদ্যালয় Aug 27, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩০ Aug 27, 2025
img
ছেলের সেইদিনের ভিডিও দেখে ট্রাইব্যুনালে কাঁদলেন আবু সাঈদের বাবা Aug 27, 2025
img
ব্রাজিল স্কোয়াডে না থাকায় নীরবতা ভাঙলেন নেইমার Aug 27, 2025
img
শিক্ষা ক্যাডারে বিপুল সাড়া, ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন ছাড়িয়েছে ৩ লাখ Aug 27, 2025
img
বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন জান্নাতুল সুমনা Aug 27, 2025
img
ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম, ফখরুলের অভিযোগ Aug 27, 2025
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীরা, থমথমে পরিস্থিতি Aug 27, 2025
img
টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড় দেওয়ায় এসআইকে প্রত্যাহার Aug 27, 2025