অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এক চতুর নার’-এর ট্রেলার। দুই মিনিট ছত্রিশ সেকেন্ডের এই ঝলকেই দর্শকরা পেয়েছেন রোমাঞ্চ, রসিকতা আর অন্ধকার মোড় ঘোরা এক গল্পের আভাস। ছবিটি নির্মাণ করেছেন উমেশ শুক্লা।
ট্রেলারে দেখা গেছে দিভ্যা খোসলাকে। বস্তির গলি থেকে উঠে আসা বুদ্ধিমতী ও তীক্ষ্ণধী এক নারীর চরিত্রে হাজির তিনি। একদিন কাকতালীয়ভাবে হাতে পাওয়া মোবাইল ফোনকে কেন্দ্র করে শুরু হয় তার খেলা। সেই ফোনের মালিক শক্তিশালী এক শিল্পপতি চরিত্রে নীল নীতিন মুখেশ। সেখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেইলের জটিল খেলা, আর তার প্রতিটি বাঁক দর্শককে আরও অচেনা অন্ধকারে টেনে নিয়ে যায়।
চলচ্চিত্রে দিভ্যা ও নীলের পাশাপাশি অভিনয় করেছেন ছায়া কাদম, সুশান্ত সিং, রজনীশ দুগ্গল, জাকির হোসেন, যশপাল শর্মা, হেলি দারুওয়ালা, রোজ সারদানা এবং গীতা আগরওয়াল শর্মা। শক্তিশালী এই কাস্টের কারণে ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।
এর আগে প্রকাশিত মোশন পোস্টারেই কৌতূহল তৈরি হয়েছিল, এবার ট্রেলার যেন সেটিকে পূর্ণতা দিল। ট্রেলারে স্পষ্ট হয়েছে— হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে এক টানটান থ্রিলার, যেখানে প্রতিটি দৃশ্যেই অপেক্ষা করছে অপ্রত্যাশিত মোড়।
এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন নীল নীতিন মুখেশ। অন্যদিকে ‘সাভি’–র পর দিভ্যা খোসলার নতুন এই চরিত্র তার অভিনয়যাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সমালোচকরা।
আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘এক চতুর নার’। মুক্তির আগেই ছবিটি দর্শকদের মনে তৈরি করেছে প্রবল আগ্রহ, আর ট্রেলার প্রমাণ করেছে— এটি হবে হাসি আর টানটান উত্তেজনার এক ভিন্ন অভিজ্ঞতা।
এফপি/ টিকে