ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী ৪৭১ জন। ৩৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুরো ক্যাম্পাস জুড়ে চলছে নির্বাচনী আমেজ। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৭১ জন প্রার্থী। এখনও কমিশনের বিরুদ্ধে অভিযোগ বুলি অব্যাহত প্রার্থীদের। কমিশন জানায়, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে প্রচারণা চালায় ডাকসুতে স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট।
এ সময় ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও জিএস প্রার্থী মো. মাহিন সরকার উপস্থিত ছিলেন। এছাড়া সকাল ১০টায় ক্যাম্পাসে প্রচারণা শুরু করে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। তবে ছাত্রী হলে রাত ১০টার পর প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।
সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীর হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা।
এর আগে সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হবে এ নির্বাচনের প্রচার প্রচারণা। একইসঙ্গে এ নির্বাচনে অংশ নেয়া ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।
এমকে/এসএন