দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অভিনয় করেছেন বিভিন্ন ভাষার ছবিতে। পশ্চিমবঙ্গের ছবিতেও দেখা গেছে তাঁকে। বাংলায় অভিনয়ের সময়ই গুঞ্জন রটেছিল, অভিনেত্রী অপর্ণা সেনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কমল।
যদিও বাঙালি ললনার মন জয় করা মোটেও সহজ ছিল না তাঁর জন্য। এর জন্য রপ্ত করতে হয়েছিল বাংলা। অজানা সে তথ্যই প্রকাশ্যে আনলেন কমল হাসানের কন্যা শ্রুতি হাসান।
‘কুলি’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘বাবা অনেকগুলো ভাষা জানেন, আমিও জানি।
কিন্তু এটা কেউ জানে না, বাবা ভালো বাংলাও বলতে জানেন। সেটা শুধুই অভিনেত্রী অপর্ণা সেনের কারণে! তাঁর বাংলা শেখাটা মোটেও অভিনয়ের জন্য ছিল না। বরং অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন তিনি। আর অপর্ণার মন জিততেই বাবা দ্রুত বাংলা শিখে ফেলেছিলেন।
শুধু তা-ই নয়, কমল হাসান পরিচালিত ‘হে রাম’ [২০০০] ছবির নায়িকার নামও অপর্ণা। শ্রুতি জানান, অপর্ণা সেনের প্রতি ভালোবাসা থেকেই এ নাম রেখেছিলেন তাঁর বাবা।
এসএস/এসএন