চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।


জামায়াতে ইসলামীর কর্মীদের অভিযোগ, মঙ্গলবার রাতে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে ছাত্রশিবিরের একটি বৈঠকে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়েছে।


অন্যদিকে স্থানীয় বিএনপির দাবি, ছাত্রশিবিরের ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন।  


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুপক্ষের মারামারিতে ছাত্রশিবির ও জামায়াতের চার নেতাকর্মী আহত হন। পরে রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এ বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশাররফ আলী হাটে বৈঠকে বসেন। এ সময় হঠাৎ করে মীমাংসা না হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 


সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নয়ন-মণি এবং স্থানীয় ছাত্রদল কর্মী মো. তায়েব, এনামুল হক ও তানভীর হাসান এবং ছাত্রশিবিরের বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন, জামায়াত কর্মী মো. রাকিব আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  


ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো পর্যন্ত এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


বাঁশখালী থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল্লাহ জানান, মাদ্রাসা ছুটির পর বিকালে পাশের মসজিদে পবিত্র কুরআন ক্লাশের আয়োজন করেছিল শিবির। সেখানে ছাত্রদল হামলা করে রাকিব নামের আমাদের একজন কর্মীকে আহত করেছে। রাতে বিষয়টি মীমাংসা করার জন্য গেলে সেখানেও আমাদের নেতাকর্মীদের ওপর আবারও হামলা চালায় বিএনপির সমর্থিত নেতাকর্মীরা। 


বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ বলেন, আমি জানতে পেরেছি, শিবিরের বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করাকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। জামায়াত-শিবিরের হামলায় আমাদের চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।


বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু সুধাংশু শেখর হাওলাদার জানান, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা Aug 27, 2025
img
মোরসালিন-কিউবাদের অনুশীলনে আবারও ক্যাবরেরা Aug 27, 2025
img
পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু Aug 27, 2025
img
দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের Aug 27, 2025
img
ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার Aug 27, 2025
img
রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম Aug 27, 2025
img
দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা Aug 27, 2025
img
গাজা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন ট্রাম্প Aug 27, 2025
img
আইনগত আরও পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ Aug 27, 2025
img
শিল্পা শেট্টির ঘরে এ বছর গণপতি এলেন না, শোকে ডুবল পরিবার Aug 27, 2025
img
নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী Aug 27, 2025
img
বাবরকে স্ট্রাইক রেট উন্নতি করতে বলায় হারিসকে লাঠিপেটা করতে চেয়েছেন বাসিত আলী Aug 27, 2025
img
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত Aug 27, 2025
img
বরিশালে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা Aug 27, 2025
img
আইভরি কোস্টে প্রেসিডেন্ট লড়াইয়ে প্রার্থিতা জমা দিলেন ৬০ জন! Aug 27, 2025
img
বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত Aug 27, 2025
img
অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন শিক্ষার্থীরা Aug 27, 2025
img
ম্যান ইউ ছাড়ছেন ব্রুনো, গন্তব্য মেসি না রোনালদোর লিগ? Aug 27, 2025
img
চার দিনে ৮৪ আসনের মোট ১৮৯৩ আবেদন নিষ্পত্তি করল ইসি Aug 27, 2025