পৃথক তিন হত্যা মামলায় আনিসুল-সালমান কামরুলসহ ৬ জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায়, মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় কামরুল ইসলামকে এবং ইমরান হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ফকরুল হাসান ফারুক, জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন একই থানার উপ-পরিদর্শক মো. নাহিদ হাসান। অপর চার আসামিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

রাসেল হত্যা মামলার বিবরণী থেকে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পকেট গেইট সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন রাসেল মিয়া। বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন আকলিমা আক্তার ৩০ জুন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাস স্ট্যান্ডে রাস্তার ওপর বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন মামলার প্রান্ত। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। তাকে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচা নাদিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন৷

ইমরান হত্যা মামলার বিবরণী থেকে, আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ১ সেপ্টেম্বর তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত Aug 27, 2025
img
অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন শিক্ষার্থীরা Aug 27, 2025
img
ম্যান ইউ ছাড়ছেন ব্রুনো, গন্তব্য মেসি না রোনালদোর লিগ? Aug 27, 2025
img
চার দিনে ৮৪ আসনের মোট ১৮৯৩ আবেদন নিষ্পত্তি করল ইসি Aug 27, 2025
img
তিন ভারতীয় ব্যাটারকে বোলিং করতে ‘ভয়’ পান উড! Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিয়ে যা জানাল ডিএমপি Aug 27, 2025
img
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার Aug 27, 2025
img
বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায়, প্রশ্ন এনসিপি নেতা সারজিসের Aug 27, 2025
সন্তানকে যখন ফোন কিনে দিবেন Aug 27, 2025
ক্যানসারের কাছে হেরে যান সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী! Aug 27, 2025
img
দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমান! নেতৃত্ব দেবেন কে? Aug 27, 2025
ক্রিকেটে বড় পরিবর্তনের পক্ষে শচীন, চান ডিআরএস সম্পূর্ণ বাতিল Aug 27, 2025
নির্বাচনকালীন সমাধান চায় আপিল বিভাগ Aug 27, 2025
যুক্তরাষ্ট্রে চিহ্নিত আ.লীগের ২০ নেতা! Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার সরকারের ফের বৈঠক Aug 27, 2025
পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় বুয়েট শিক্ষার্থীদের! Aug 27, 2025
img
শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, ক্ষমা চাইবে পুলিশ: ফাওজুল কবির Aug 27, 2025
img
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান Aug 27, 2025
img
ড. ইউনূস এ দেশের মানুষকে চেনেন না : মাসুদ কামাল Aug 27, 2025
img
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ংকর মানুষ বললেন ট্রাম্প Aug 27, 2025