শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না।এই অবস্থায় তার ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে উঠেছে।
হাসারাঙ্গা গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় ইনজুরিতে পড়ার পর মাঠে নামেননি। ইতিমধ্যেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন।
তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ নেতৃত্ব দিবেন মহেশ থিকসেনা ও দুনিথ ভেলালাগে। ফাস্ট বোলার মাতিশা পাতিরারানা আবার দলে ফিরেছেন। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার চারিথ আসালাঙ্কা উভয় সিরিজেই শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিকা করুণারত্নেসহ আরো অভিজ্ঞ খেলোয়াড়রা।
শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর শুরু হবে ২৯ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে, এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ সেপ্টেম্বর।
এমআর/এসএন