১১ ভক্তের মৃত্যুর ৮৬ দিন পর মুখ খুললো বেঙ্গালুরু

১৮ বছর অপেক্ষার পর আইপিএলের সর্বশেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এমন আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিতে সময় নেয়নি। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই (৪ জুন) দর্শকদের জন্য বেঙ্গালুরুতে উৎসবের আয়োজন করা হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন ভক্ত নিহত হয়েছেন। যা নিয়ে সেদিনই শোক জানিয়েছিল বেঙ্গালুরু।

ওই ঘটনায় পরবর্তী ৮৬ দিন পুরোপুরি নীরব ছিল আইপিএলের শিরোপাধারীরা। সাধারণত বড় লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো সারা বছরই নানা ক্রিকেটীয় মুহূর্ত নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকে। পুরো বছরে নিজেদের খেলাকেন্দ্রিক দুই মাসের ব্যস্ততা থাকলেও, বিশ্বজুড়ে সমর্থকদের সম্পৃক্ত রাখতে তারা প্রচারণা চালায় সবসময়। যা চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু শোকাবহ মুহূর্ত কাটিয়ে উঠতে তারা তিন মাস সময় নিয়েছে।

কেবল ১১ জনের প্রাণহানিই নয়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন আরও ৫৬ জন আহত হয়েছিলেন। যা আরও বড় আঘাতের কারণ হয়ে আসে কোহলি-হ্যাজলউডদের বেঙ্গালুরুর জন্য। ঘরোয়া প্রতিযোগিতা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিও আয়োজনের কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারা সেই প্রতিযোগিতার ছাড়পত্র পায়নি। ফলে খেলা সরিয়ে দেওয়া হয় মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে। তবে বেঙ্গালুরুতে মেয়েদের আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে জোরপ্রচেষ্টা চালিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।



সেই দফায়ও মিলেছে হতাশা, পূর্বনির্ধারিত সূচিতে সেখানে ৪টি ম্যাচ থাকার কথা থাকলেও পরে সেসব ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। এই পুরো সময়জুড়ে নিজেদের সামাজিক মাধ্যমে কোনো আপডেট দেয়নি বেঙ্গালুরু। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ফ্র‌্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘আমাদের দ্বাদশ ম্যান আর্মিদের (সমর্থক) জন্য আন্তরিক বার্তাসম্বলিত চিঠি। প্রায় তিন মাস আমরা সর্বশেষ পোস্ট করেছিলাম। এই নীরবতার মানে অনুপস্থিতি নয়, বরং শোকের প্রতিফলন।’

ভক্তদের নিয়ে একসঙ্গে পথচলার ঘোষণা দিয়ে তারা লিখেছে, ‘৪ জুনের মর্মান্তিক ঘটনার পর থেকে ক্লাব ও সমর্থকরা গভীরভাবে ভেঙে পড়েছিল। সেই নীরবতাই ছিল শোক প্রকাশ ও আত্মমগ্নতার মুহূর্ত। সেই সময়ে আমরা শুনেছি, শিখেছি এবং বোঝাপড়ার মধ্য দিয়ে বেঙ্গালুরু একটি নতুন উদ্যোগ গড়ে তুলেছে- “আরসিবি কেয়ার্স”। এই প্ল্যাটফর্ম শুধু প্রতিক্রিয়ার জন্য নয়, বরং ভক্তদের সম্মান জানাতে, তাদের পাশে দাঁড়াতে এবং সুস্থতার পথে এগিয়ে যেতে তৈরি করা হয়েছে।’

‘আমাদের ফিরে আসা উদযাপনের জন্য নয়, বরং পারস্পরিক যত্ন ও সহমর্মিতার জন্য। সমর্থকদের পাশে থেকে, একসঙ্গে পথ চলতে চাই। আরসিবি যত্ন নেয় এবং সর্বদা সেই পথে অটুট থাকবে। নিজেদের পরিচয়কে “কর্ণাটকের গর্ব” হিসেবে তুলে ধরবে ফ্র্যাঞ্চাইজি। খুব শিগগিরই এই উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৬ মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশf Aug 28, 2025
img
বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সীমিত করছেন ট্রাম্প! Aug 28, 2025
img
প্লট বরাদ্দ পেতে ভাসমান-অসহায় পরিচয় দেন শেখ রেহানা, টিউলিপ ও রূপন্তী Aug 28, 2025
img
ভিসা সাক্ষাৎকারীদের সতর্ক বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস Aug 28, 2025
img
১৫ সেপ্টেম্বর থেকে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ হবে: ইসি সচিব Aug 28, 2025
img
এক বলে দুই ছক্কা হাঁকালেন সাঞ্জু স্যামসন Aug 28, 2025
img
নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের আহ্বান বিএনপির শীর্ষ নেতাদের Aug 28, 2025
img
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেড আই খান পান্নার Aug 28, 2025
img
বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দুবাই প্রিন্সেস শেখা মাহরা Aug 28, 2025
img
নেইমারকে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া Aug 28, 2025
img
৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর Aug 28, 2025
img
গুম বন্ধে আইন নিয়ে কাজ করছে সরকার : প্রেস সচিব Aug 28, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে বৈঠকে বসল পর্যালোচনা কমিটি Aug 28, 2025
img
দুর্নীতির পৃথক চার মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান Aug 28, 2025
img
পুঁজিবাজারে একদিন পর আবারও হাজার কোটির বেশি লেনদেন Aug 28, 2025
img
এশিয়া কাপে ভারতের তিন গেম চেঞ্জারের নাম প্রকাশ করলেন শেবাগ Aug 28, 2025
img
ঋতুপর্ণার নতুন ছবি ‘বেলা’ মুক্তি পাচ্ছে ২৯ আগস্ট Aug 28, 2025
img
যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি: আখতার আহমেদ Aug 28, 2025
img
বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ডাচরা Aug 28, 2025
img
নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি Aug 28, 2025