বলিউডের প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ তার পরবর্তী সিনেমা ‘নিশানচি’র মুক্তি নিয়ে প্রচারণায় ব্যস্ত। আর এরমাঝেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রসঙ্গে কথা বলেছেন তিনি। আর এরপর থেকেই চলছে নানান জল্পনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, লক অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, তিনি ‘নিশানচি’ সিনেমাটি তিনি মূলতসুশান্ত সিং রাজপুতের সঙ্গে বানাতে চেয়েছিলেন। কিন্তু পরে সুশান্ত ধর্মা প্রোডাকশনের দুটি বড় সিনেমা ‘দিল বেচারা’ এবং ‘ড্রাইভ’ নেয়ার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং অনুরাগের এই প্রজেক্টটি পিছিয়ে যায়।
অনুরাগ কাশ্যপ জানান, তিনি নিশানচির স্ক্রিপ্ট বহু বছর ধরে চলচ্চিত্র জগতে আলোচনার বিষয় ছিল এবং অনেক অভিনেতা এতে আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেন, অনেক অভিনেতা আগ্রহ দেখিয়েছে, কিন্তু কেউ আমার সিনেমার সঙ্গে পুরোপুরি মানায়নি। আমি ঠিকভাবে এই সিনেমা বানাবো বলেই চেয়েছি। এটি সেই সিনেমা যা আমি একসময় সুশান্তের সঙ্গে বানাতে চেয়েছিলাম। কিন্তু তিনি দুটি বড় ধর্মা সিনেমা পেয়েছিলেন। তখন আমার সিনেমা পিছিয়ে পড়লো, এবং সুশান্ত প্রতিক্রিয়া দেয়া বন্ধ করলেন। তখন আমি অন্যদিকে এগোতে বাধ্য হলাম। এই সিনেমাটা আমি ২০১৬ সালে ঘোষণা করা হয়েছিল।
অনুরাগ আরও বলেন, সুশান্ত আগে তার প্রোডাকশন হাউসের ‘হাসি তো ফাঁসি’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তবে সেটা আর হয়নি। কারণ তিনি ইয়াস রাজ ফিল্মসের ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ কাজ পেয়েছিলেন। অনুরাগ জানালেন, ইয়াস রাজ তাকে ফোন করে বলে, ‘আমরা তোমাকে অফার দিচ্ছি, তুমি শুদ্ধ দেশি রোমান্স করো’। তখন সুশান্ত আমাদের অফিসে বসে গল্প করতেন, কিন্তু ইয়াস রাজের প্রস্তাব পাওয়ার পর তিনি আমাদের প্রজেক্ট ছাড়লেন। এটি প্রতিটি অভিনেতার ক্ষেত্রে স্বাভাবিক, তাই আমি এতে রাগ করছি না।
প্রসঙ্গত, সুশান্ত তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিল। বিশেষ করে ২০১৬ সালের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি তাকে সব স্তরের দর্শকের কাছে পৌঁছে দিয়েছিল। বলিউড সিনেমায় তিনি নিজের আলাসা অবস্থান তৈরি করেছিলেন। তবে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। আজও দর্শক তার শূন্যতা বোধ করে।
এসএস/এসএন