ভোটের প্রচারে গিয়ে পরিচয়, বিয়ে করলেন দুই এমপি

আড়াই বছর আগে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় পরিচয় হয় জিভুন সান্দের ও লুইস জোন্সের। এরপর থেকেই দুজনের সম্পর্ক গভীর হতে থাকে। গত বছর দুই জন ব্রিটেনের পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তারা বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির দুই পার্লামেন্ট সদস্য সম্প্রতি তাদের বিয়ের খবর ঘোষণা করেছেন।

লুইস জোন্স ফেসবুকে লেখেন, ‘আগস্ট মাসে আমি আমার অসাধারণ সঙ্গী জিভুন সান্দেরকে বিয়ে করেছি। আমাদের একটি সুন্দর বিয়ে হয়েছে, যেখানে আমাদের দুটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যকে একত্রিত করা হয়েছিল। এটি আমাদের নতুন জীবনের শুরুকে আরও বিশেষ করে তুলেছে।’

তিনি আরও বলেন, তার পদবি পরিবর্তন করে সান্দের-জোন্স রাখবেন। শিগগির তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই নাম দেখা যাবে। তবে তার পার্লামেন্টের ইমেইল ঠিকানা আপাতত একই থাকবে।

বিবিসি বলছে, দুটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য পালন করার জন্য এক সপ্তাহ ধরে বিয়ের নানা অনুষ্ঠান চলেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে জিভুন ও জোন্সের প্রথম দেখা হয়েছিল। ওই সময় জোন্স লফবরো-তে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন এবং জিভুন সান্দেরও সেখানে প্রচারণা চালাচ্ছিলেন।

গত বছর বিবিসিকে জীভুন সান্দের বলেছিলেন, যত তাকে চিনতে পেরেছি, তত তার প্রতি ভালোবাসা বেড়েছে। তিনি আরও বলেন, রাজনীতির কঠিন জীবন সম্পর্কে তাদের দুজনেরই বোঝাপড়া তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

জিভুন সান্দের লফবরো-থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। আর লুইস জোন্স উত্তর পূর্ব ডার্বিশায়ার থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। তবে তারাই প্রথম বিবাহিত দম্পতি নন যারা একইসঙ্গে পার্লামেন্টের সদস্য হয়েছেন। এর আগে গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার তার স্বামী এড বলসের সঙ্গে কাজ করেছেন, যিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন।

এছাড়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ব্যারন ভার্জিনিয়া বটমলি ও তার স্বামী স্যার পিটার বটমলি দুজনেই কনজারভেটিভ দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

পাঠ্যবই ছাপানোয় অনিয়ম ঠেকাতে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্তে সরকার Aug 29, 2025
ভোটে জিতি বা না জিতি, সবার মন জয় করেছি - সর্ব মিত্র চাকমা Aug 29, 2025
যারা পিআর বুঝেনা তাদের রাষ্ট্রক্ষমতা চালানো নিয়ে প্রশ্ন তুললেন তাহের Aug 29, 2025
সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই ছাত্র সংসদ নির্বাচনের Aug 29, 2025
১ বছর কারাগারে থেকেও বদলায়নি সালমান এফ রহমানের আভিজাত্য Aug 29, 2025
তুরস্কের বিমান প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নতুন পদক্ষেপ Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগে নির্বাচন জানালো ইসি Aug 29, 2025
আলিয়া-পায়েলের তিক্ততার নতুন কাহিনি! Aug 29, 2025
img

জাকসু

প্যানেলে জায়গা না পেয়ে ছাত্রদল নেত্রীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা Aug 29, 2025
নতুন মাইলফলকে হামজার আনন্দঘন বার্তা! Aug 29, 2025
img
ডিএসসিসি এলাকায় টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর Aug 29, 2025
img
'দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার অভাব' Aug 29, 2025
img
বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি ১৩ হাজার টন দেশীয় মাছ Aug 29, 2025
img
আ. লীগ সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া : ডা. জাহিদ Aug 29, 2025
img
হোয়াইট হাউসে গাজার ভবিষ্যত নিয়ে বৈঠকে টনি ব্লেয়ার Aug 29, 2025
img
চুয়েটে পরবর্তী এক সপ্তাহের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা Aug 29, 2025
img
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ সদস্য Aug 29, 2025
img
বাতিল হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা Aug 29, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগ ড্র: লিগপর্বেই মুখোমুখি রিয়াল, পিএসজি ও বার্সা Aug 29, 2025
img

গাজীপুরে লাইনচ্যুত কোচ উদ্ধার

তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক Aug 29, 2025