তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গত বুধবার (২৭ আগস্ট) পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসবভন যমুনার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময়কার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলমের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ডিসি মাসুদ আলম একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে আছেন। ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হচ্ছে, এই ছবিটি এআই দিয়ে তৈরি। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একজন ফটো সাংবাদিকের সঙ্গে কথা বলে ও ছবির মেটাডেটা বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ এটি নিশ্চিত হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ডিসি মাসুদ আলমের মুখ চেপে ধরার ওই ছবি বৃহস্পতিবার (২৮ আগস্ট) দৈনিক মানবজমিন প্রথম পাতায় ছেপেছে। ছবিটি তুলেছেন পত্রিকাটির ফটো সাংবাদিক আবু সুফিয়ান জুয়েল।
ফ্যাক্টওয়াচ আবু সুফিয়ান জুয়েলের সঙ্গে যোগাযোগ করে। তিনি ফ্যাক্টওয়াচকে জানান, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি বাস্তব।
তিনি আরও জানান, ওই সময়কার একাধিক ছবি তিনি তুলেছেন।
পরবর্তীতে তার থেকে এসব ছবি সংগ্রহ করে মেটাডেটা বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ।
মেটাডেটা বিশ্লেষণে (আর্কাইভ) দেখা যায়, ডিসি মাসুদের শিক্ষার্থীর মুখ চেপে ধরে রাখার ছবিটি আবু সুফিয়ান জুয়েল বুধবার (২৭ আগস্ট) দুপুর দুইটা ৫ মিনিটে তুলেছেন।
ছবিটি তোলার জন্য তিনি ক্যানন ক্যামেরা ব্যবহার করেছেন। ক্যামেরা মডেল (Canon EOS 5D Mark II)।
এ ছাড়া এআই ছবি শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি বাস্তব ছবি। ছবিটি তৈরিতে কোনো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তাই ফ্যাক্টওয়াচ ডিএমপির দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।