ভক্তদের উদ্দেশে শান্তির বার্তা দিলেন রশিদ খান, আলোচনায় ২০২২-এর তিক্ত স্মৃতি

২০২২ এশিয়া কাপে সুপার ফোরের একটি ম্যাচে তুমুল রোমাঞ্চকর একটি ম্যাচ হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। ১ উইকেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই লড়াই শেষে প্রতিপক্ষ সমর্থকদের ওপর হামলা চালায় ক্ষুব্ধ আফগান ভক্তরা। যা নিয়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। আজ (শুক্রবার) থেকে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নামছে। যার আগে আলোচনায় পাক-আফগান লড়াইয়ের তিক্ত অভিজ্ঞতা।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ ও সমর্থকদের উদ্দেশে শান্তির বার্তা দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, ‘স্টেডিয়ামে খেলা দেখতে আসা সবার প্রতি বলছি ক্রিকেট ঐক্যের বার্তা বহন করে। যা একত্রিত করে মানুষ ও দেশকে। শান্তির বার্তা দেয় সবার মাঝে।’

পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে রাজনৈতিক বিরোধ আগে থেকেই ছিল। যা ওই ঘটনার পর আরও বেড়ে যায়। এবার সম্ভাব্য সংঘাতের ঝুঁকি মোকাবিলায় বেশ সচেতন আয়োজকরা। স্টেডিয়ামে পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের জন্য আলাদা আসনবিন্যাস রাখার পাশাপাশি সম্ভাব্য ঝামেলা শুরুর আগেই তা থামাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবশ্য এবারই প্রথম নয়, ২০২৩ সালে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সময়ও গ্যালারিতে আলাদা স্ট্যান্ড ছিল সমর্থকদের জন্য। উভয় দেশেরই নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ আরব আমিরাতে থাকে, বিশেষত শারজাহ। তাই সেখানে পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচ মানেই গ্যালারিতে ভক্তদের বাড়তি উন্মাদনা।

আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজটিতে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হবে। এরপর ৭ সেপ্টেম্বর হবে সিরিজের ফাইনাল। মাঠের ক্রিকেটে দ্বৈরথ থাকলেও, এটি বিনোদন ও উপভোগের উৎস বলেও ফের স্মরণ করিয়ে দিয়েছেন আফগান অধিনায়ক, ‘খেলাটি পুরোপুরি আনন্দের জন্য। আমরা নিজেরাও খেলি পরস্পর উপভোগ এবং দর্শক ও সমর্থকদের বিনোদন দেওয়ার জন্য। এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ। আমি সবার কাছে অনুরোধ করব এসে খেলা উপভোগ করুন, নিজেদের দলকে সমর্থন করুন এবং খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।’

ত্রিদেশীয় এই সিরিজ সংক্ষিপ্ত সংস্করণে হওয়ায় এককভাবে কাউকে ফেভারিট মানতে চান না রশিদ, ‘কোনো দলই ফেভারিট নয়, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। এক অথবা দুজন ক্রিকেটার পুরো ম্যাচের মোড় বদলে দিতে পারে। এ ছাড়া সবাই নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।’



যা ঘটেছিল ২০২২ এশিয়া কাপে

সুপার ফোরের ম্যাচে আফগানদের দেওয়া ১৩০ রানের লক্ষ্য নাসিম শাহের ক্যামিওতে (৪ বলে ১৪) ১ উইকেটে জিতেছিল পাকিস্তান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই লড়াইয়ের রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। তবে ধারণা করা হচ্ছে, উত্তাপটা ছড়িয়েছে আউট হওয়ার পর পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগান বোলার ফরিদ আহমেদের মধ্যকার বাগবিতণ্ডা থেকে। আসিফের সামনে গিয়ে হাওয়ায় ঘুষি ছুড়ে ফরিদ উদযাপন করেন। জবাবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মুখের সামনে ব্যাট উঁচিয়ে ধরেন আসিফ। যদিও পরমুহূর্তেই সতীর্থরা উভয়কে সরিয়ে নেন।

খেলা শেষে সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন নিজেদের মধ্যে। এ সময় গ্যালারির চেয়ারও ভেঙে ফেলেন অনেকে। কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতা শুরু হওয়ার আগেই গ্যালারির বেশ ক্ষতি হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আফগানরা পাক সমর্থকদের চেয়ার দিয়ে পেটাচ্ছে। যাকে ‘সন্ত্রাসী কার্যকলাপ ও বিভৎস’ আখ্যা দিয়ে আফগানদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর হুমকি দেন পিসিবির তৎকালীন সভাপতি রমিজ রাজা। বিপরীতে, আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইও আসিফকে নিষিদ্ধ দাবির পাশাপাশি সৌহার্দ্যেরও আহবান জানান।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পৃথিবী ও সূর্যের দিকে ধেয়ে আসছে রহস্যময় ধূমকেতু Nov 14, 2025
img
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালনে প্রস্তুত: সালাহউদ্দিন আহমদ Nov 14, 2025
img
গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, বড় ঝুঁকিতে ৯ লাখ ফিলিস্তিনি Nov 14, 2025
img
রচনা ব্যানার্জি নয়, এবার ‘দিদি’দের সামলাবেন মীর আফসার! Nov 14, 2025
img
ফ্যামিলি ম্যান ৩: মনোজের ২২ কোটি, সহঅভিনেতাদের পারিশ্রমিক কত? Nov 14, 2025
img
লকডাউন নয়, ভাষণ শোনার জন্য রাস্তা ফাঁকা : মাসুদ কামাল Nov 14, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই: তাহের Nov 14, 2025
img
পর্দায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর মায়ের বায়পিক Nov 14, 2025
img
শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর প্যানিক অ্যাটাকে ভুগতেন সানিয়া মির্জা Nov 14, 2025
img
আজ ঘোষণা করা হবে শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল Nov 14, 2025
img
সমালোচিত হয়েও রাশমিকার ‘দ্যা গার্লফ্রেন্ড’ সিনেমায় মুগ্ধ দর্শক Nov 14, 2025
img
লাঞ্চে গেছে আয়ারল্যান্ড, দীর্ঘ হল বাংলাদেশের জয়ের অপেক্ষা Nov 14, 2025
img
স্থগিত করা হলো জেমস-আলী আজমতের কনসার্ট Nov 14, 2025
img
নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না : রাশেদ খান Nov 14, 2025
img
এনসিপির হয়ে নির্বাচনের ঘোষণা নুসরাতের Nov 14, 2025
img
পাকিস্তানে বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনীতে প্রেসিডেন্টের স্বাক্ষর Nov 14, 2025
img
সন্দেহ আর সংগ্রামের মধ্য দিয়ে, হুমা কুরেশির বলিউডে প্রথম পদার্পণ Nov 14, 2025
img
একটা ঘটনাবহুল দিন পার করল বাংলাদেশ : জিল্লুর রহমান Nov 14, 2025
img
বিএনপি রেইনবো সরকার গঠন করবে : টুকু Nov 14, 2025
img
দেশের রাজনৈতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পরিকল্পিত : জাহেদ উর রহমান Nov 14, 2025