টালিউডের জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান। মাসখানেক ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে ফিসফাস চলছে ওপার বাংলার বিনোদন দুনিয়ায়। শোনা যায়, নাকি যশ নতুন সম্পর্কে জড়িয়েছেন আর নুসরাতকে পাত্তা দিচ্ছেন না। তবে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একফ্রেমে হাসিখুশি ছবিতে ধরা দিয়ে নিন্দুকদের সেই গুঞ্জনকে কড়া ইঙ্গিত দিলেন এই তারকা দম্পতি।
ছবির ক্যাপশনে তাঁদের বক্তব্য, “লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।” স্পষ্টতই সম্পর্কের ভাঙন নয়, বরং অটুট বন্ধনের ইঙ্গিত দিলেন যশ–নুসরাত।
তবে প্রশ্ন রয়ে যায়। কারণ কিছুদিন আগেই ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা গেছে নুসরাতকে। আবার গণেশ পূজার আসরেও যশকে দেখা যায় একা। এরপরই ডিভোর্সের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে টালিউডে। যদিও নুসরাত আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন—ঘরের ভেতরের সমীকরণ নিয়ে প্রকাশ্যে আলোচনায় তিনি বিশ্বাসী নন।
সব মিলিয়ে, যশ–নুসরাতের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাঁদের সাম্প্রতিক হাসি–খুশি মুহূর্ত গুঞ্জন থামাতে পেরেছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
এসএন