‘ট্রাম্প মূলত ‌রাশিয়ার এজেন্ট, নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভান ধরেছে’

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভান করলেও আসলে মস্কোর স্বার্থে কাজ করছেন এবং রাশিয়ার এজেন্ট হিসেবে ভূমিকা রাখছেন।

গত বুধবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সামার ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার সময় রেবেলো দে সুজা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, তিনি তার পূর্বসূরির নিঃশর্ত কিয়েভ সমর্থনের নীতি থেকে সরে গেছেন।

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির শীর্ষ নেতা বস্তুতপক্ষে সোভিয়েত বা রুশ এজেন্ট। তিনি একজন এজেন্টের মতো কাজ করছেন।”

রেবেলো দে সুজা আরও দাবি করেন, ট্রাম্প আসলে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর চেয়ে বেশি একজন “রেফারি, যিনি শুধু একটি দলের সঙ্গেই আলোচনা করেন।” তার মতে, সাম্প্রতিক ওয়াশিংটন বৈঠকে কিয়েভ ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থকদের জোর করে ঢুকতে হয়েছে।

তার এই মন্তব্য অনেকটা স্মরণ করিয়ে দেয়, ২০১৬ সালের তথাকথিত রাশিয়াগেট কেলেঙ্কারির কথা, যেখানে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছিলেন, তার প্রচারাভিযান ক্রেমলিনের সঙ্গে যোগসাজশ করেছে। যদিও ২০১৯ সালের মুলার তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ২০২৩ সালের ডারহাম রিপোর্টে বিষয়টিকে রাজনৈতিকভাবে তৈরি করা একটি অভিযোগ বলে উল্লেখ করা হয়। ট্রাম্প একে বারবার “আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি” বলে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন, তার প্রেসিডেন্সি ধ্বংস করা ও রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি বৈধ করার জন্যই এটি সাজানো হয়েছিল।

এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি কখনো রাশিয়া, আবার কখনো ইউক্রেনকে অচলাবস্থার জন্য দায়ী করেছেন। ট্রাম্প নিয়মিত ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। কখনো মস্কোকে কঠিন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, আবার কখনো কিয়েভকে অভিযুক্ত করেছেন কোনো নমনীয়তা না দেখানোয় এবং শান্তির জন্য প্রস্তুত না থাকার জন্য।

এ মাসের শুরুর দিকে ট্রাম্প হুঁশিয়ারি দেন, তিনি পুতিনের ওপর খুবই, খুবই অসন্তুষ্ট এবং রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে পারেন। আলাস্কায় ঐতিহাসিক সম্মেলনের পর সেই হুমকি এখনও ঝুলে আছে। তবে পর্তুগালের প্রেসিডেন্টের দাবি, ইউরোপীয় ইউনিয়নের মতো নিষেধাজ্ঞা না দিয়ে যুক্তরাষ্ট্র কেবল ফাঁকা হুমকি দিয়েছে, যা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়ার সুযোগ দিয়েছে।

ট্রাম্প বারবার বলেছেন, এই যুদ্ধে সবাই দায়ী। তিনি অঙ্গীকার করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ নীতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

সূত্র: আরটি

এমআর/এসএন   

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং Aug 29, 2025
img
কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন একাধিক প্রার্থী Aug 29, 2025
img
দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্ব এবার বাঁধা পড়ল সম্পর্কের নতুন বন্ধনে Aug 29, 2025
img
কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না : মান্না Aug 29, 2025
img

গোলাম পরওয়ার

সংস্কার ও বিচার হওয়ার আগে জনগণ নির্বাচন মানবে না Aug 29, 2025
img
আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না: এসএম জিলানী Aug 29, 2025
img
বিয়েতে রাজি হলেও শর্ত জুড়ে দিলেন সুস্মিতা সেন! Aug 29, 2025
img
শতাব্দীর গোসলের জন্য প্রতিদিন এক বালতি বরফ পাঠাতেন প্রযোজক Aug 29, 2025
img
ভারতে প্রত্যেক পরিবারকে ৩ সন্তান নিতে বললেন আরএসএস প্রধান Aug 29, 2025
img
দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা Aug 29, 2025
img
পিআর না হলে যারা বলে নির্বাচন করব না, শেষ পর্যন্ত তারাও আসবেন : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন : ডা. জাহিদ Aug 29, 2025
img
মাত্র ২০ বলের জন্য ৩৪ হাজার কিলোমিটারের যাত্রা! Aug 29, 2025
img
শামীমের খেলা নিয়ে ধোঁয়াশা, ইমনকে নিয়ে আশাবাদী সিমন্স Aug 29, 2025
img
জুলাই বাহিনীর নামে অনেকেই আমাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন : মাসুদ কামাল Aug 29, 2025
রাজিবের টার্গেটে ইউটিউবার আরএস ফাহিম ! Aug 29, 2025
img
সালমান খানকে নিয়ে বিপাকে পরিচালক Aug 29, 2025
img
রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী Aug 29, 2025
img
বিবাহিত জীবন সুখের হয়নি, এবার মুখ খুললেন মোহাম্মদ শামি Aug 29, 2025
‘মুজিবাদী সংবিধান মেনে যে শপথ নিলেন, তখন মনে ছিলো না?’ Aug 29, 2025