জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে বাধা নেই বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডারের। যার ফলে যে দেশের লিগ থেকেই ডাক পড়ছে, সেখানেই খেলছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দেখা যাবে সাকিবকে। সেখানে আটালান্টার হয়ে খেলবেন তিনি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার বার্তা দেন সাকিব নিজেই।
আটালান্টার সামাজিকমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলটির হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব। আরও আনন্দের খবর হচ্ছে, ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর আটলান্টা ক্রিকেট। ফোবানার উত্তরোত্তর সফলতা কামনা করছি। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’
আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে আটালান্টা ফায়ারে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেয়ার সময় নিজেদের সামাজিক মাধ্যমে তারা লিখেছে, ‘রোমাঞ্চের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিব। তার অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলের শক্তি বাড়াবে।
তার জাদু দেখতে প্রস্তুত থাকুন।’
মাইনর লিগ ক্রিকেট শুরু হবে ২ আগস্ট থেকে। এই টুর্নামেন্ট চলবে ২ অক্টোবর পর্যন্ত।
এমকে/এসএন