বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় ‘অর্জুন চক্রবর্তী’, ১৪টি আন্তর্জাতিক উৎসবে ৪৬টি পুরস্কার জয়ে গৌরবময় সাফল্য।
অত্যন্ত প্রতীক্ষিত ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র ‘অর্জুন চক্রবর্তী’ অবশেষে আগামী ২৯ আগস্ট ২০২৫ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। বিশাল প্রচারণা ও দর্শক উত্তেজনার মধ্য দিয়ে আসন্ন এই সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিক্রান্ত রুদ্র এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় রামরাজু। শ্রীনি গুব্বালার প্রযোজনায় নির্মিত এই ছবির প্রযোজনা মান অনেক উঁচু মানের, যা এর ট্রেলার এবং প্রোমো থেকেই স্পষ্ট।
তবে মুক্তির আগেই ‘অর্জুন চক্রবর্তী’ ভারতকে এনে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৬টি পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি। এ যেন ভারতীয় চলচ্চিত্রের জন্য এক অনন্য অর্জন। দর্শকদের হৃদয় স্পর্শ করা গল্প, শক্তিশালী অভিনয় ও পরিকল্পিত প্রচারণার মাধ্যমে এটি ইতোমধ্যে দেশে-বিদেশে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
চলচ্চিত্রটির চাহিদা এতটাই তুঙ্গে যে, যুক্তরাষ্ট্রে এর প্রদর্শনের জন্য অতিরিক্ত প্রেক্ষাগৃহ সংযোজন করা হচ্ছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আন্তর্জাতিক দর্শকের মাঝেও ছবিটির ব্যাপক আবেদন তৈরি হয়েছে।
ক্রীড়া, আবেগ এবং নাটকীয়তা এই তিনটি উপাদানকে নিখুঁতভাবে মিশিয়ে ‘অর্জুন চক্রবর্তী’ হতে যাচ্ছে সাহস ও সাফল্যের এক দুর্দান্ত সিনেমাটিক উদযাপন।
এমকে/এসএন