সপ্তাহ দেড়েক পরেই গড়াবে এশিয়া কাপ। তার আগে পরিবর্তন আসলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদে। দায়িত্ব ছাড়লেন গত মাসে ৭০ বছর বয়সে পা রাখা রজার বিনি। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেন সহ-সভাপতি পদে থাকা রাজীব শুক্লা।
লোধা কমিটির পরামর্শ অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের আইন ছিল, ৭০ বছরের উর্ধ্বে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদ সংস্থা- পিটিআই জানিয়েছিল, বয়স বাড়লেও রজার বিনি বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। কারণ সবশেষ জাতীয় ক্রীড়া নীতির বিলে জাতীয় ফেডারেশনগুলোর প্রধানের জন্য বয়স বাড়িয়ে ৭৫ করা হয়েছিল। বিসিসিআইও ভারতীয় সরকারের ক্রীড়া নীতির অধীনস্থ একটি সংস্থা। ফলে বিনির সভাপতি পদে থাকাতে কোনো সমস্যা ছিল না।
তবে সমস্যাটা অন্য জায়গায়। সম্প্রতি পাস হওয়া ক্রীড়া নীতির বিলটি এখনো কার্যকর হয়নি। যেটা কার্যকর হতে আরও তিন-চার মাস সময় লাগতে পারে। যার কারণে ওই ক্রীড়া নীতির অধীনে সভাপতির বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে পারবে না বিসিসিআই। যার কারণে পদ ছাড়লেন বিনি।
এদিকে আগামী বুধবার বিসিসিআইয়ের কাউন্সিল সভা দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাজীব শুক্লার। যে সভার অন্যতম আলোচ্য বিষয়, ড্রিম১১ এর সঙ্গে চুক্তি বাতিল করা এবং এশিয়া কাপের আগে নতুন স্পন্সর প্রতিষ্ঠান খুঁজে বের করা। সুতরাং যাত্রাটা সহজ হচ্ছে না শুক্লার জন্য। এতদিন তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শুক্লা।
ইএ/টিকে