রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে সরকারি সফরে ভারত যাবেন বলে শুক্রবার নিশ্চিত করেছে ক্রেমলিন। ভারতের ওপর ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের মধ্যেই দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলল।
ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, চীনে সোমবার একটি আঞ্চলিক সম্মেলনে পুতিনের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে। সেখানে ডিসেম্বর সফরের প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা করবেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানির কারণে ভারতের পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন। ইউক্রেনে হামলা বন্ধে মস্কোকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে ।রাশিয়ার সরকারি বাজেটের অন্যতম প্রধান আয়ের উৎস জ্বালানি রপ্তানি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো সামরিক হামলা শুরু করার পর থেকে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা রাশিয়ার রপ্তানি আয় কমাতে চাইছে।
ইউক্রেন যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার পর ইউরোপের পরিবর্তে ভারত ও চীনসহ অন্যান্য দেশে তেল বিক্রি করে মস্কো তার অর্থ প্রবাহ সচল রেখেছে। রাশিয়া ভারতের অন্যতম শীর্ষ অস্ত্র সরবরাহকারীও। সোভিয়েত আমল থেকেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ। ভারত জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউরোপে তেলের জোগান সরিয়ে নেওয়া হয়, সে কারণেই রাশিয়া থেকে আমদানি বাড়াতে হয়েছে।
ইউক্রেনে হামলার পর পুতিন বিদেশ সফর ব্যাপকভাবে সীমিত করেছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ভারত আইসিসির সদস্য নয়, তাই দিল্লির পুতিনকে গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই।
এসএস/টিকে