গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দলটির নেতাকর্মীরা পাঁচলাইশ থানার ২ নম্বর গেট মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে আগুন দেন। এসময় বিক্ষোভকারীরা নুরের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।
এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মোড়ের বিভিন্ন অংশে যানবাহনের জটলা তৈরি হয়। পরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।