বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, হস্তান্তরকৃতদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৫ জন রয়েছেন। তারা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মো. সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের মো. আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগরের ঝর্ণা খাতুন (৩৮), কালিঞ্চি গোলাখালীর নাজমা বিবি (৩৩) ও তার তিন সন্তান মাহেরা আক্তার (৬), নাজমুল হাসান নাইম (১৬) ও মিনা (১৩), নওয়াবেঁকীর মাফুজা খাতুন (৩৪) ও তার সন্তান তানিয়া সুলতানা (১০) ও মাফুজ রহমান (২), খুলনার বাটিয়াঘাটার মর্জিনা বেগম (৪৪) ও তার মেয়ে হাসিনা খাতুন (১০), এবং পিরোজপুরের রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম এবং ভারতের বিএসএফ আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি উপস্থিত ছিলেন।

বিজিবির বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাদের আটক করে। দুইদিন হাকিমপুর ক্যাম্পে রাখার পর বৃহস্পতিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পর রাত ১১টার দিকে আব্দুল্লাহ গাজী ছাড়া বাকিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ গাজী জানান, প্রায় ১৬ মাস আগে বৈকারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তিনি। পরে কলকাতার নিউটাউন-রাজারহাট এলাকায় দিনমজুরির কাজ শুরু করেন। তার সঙ্গে থাকা বাকিরাও ওই এলাকায় অবস্থান করেন। সম্প্রতি ভারতীয় পুলিশের কড়াকড়ি বেড়ে গেলে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছায় বিএসএফ হাকিমপুর ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নুরদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবি পার্টির Aug 30, 2025
img
নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে সড়কে বিক্ষোভ Aug 30, 2025
img
নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা বিএনপি মহাসচিবের Aug 30, 2025
img
আহত নুরুল হক নুরকে আইসিইউতে ভর্তি Aug 30, 2025
img
ঢাকা মেডিকেলে নুরকে দেখতে গিয়ে অবরুদ্ধ আসিফ নজরুল Aug 30, 2025
img
কাকরাইলে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা, আইএসপিআরের বিজ্ঞপ্তি Aug 30, 2025
img
নুরের ওপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি জামায়াতের Aug 30, 2025
img
আহত ভিপি নুরকে দেখতে ঢাকা মেডিকেলে আইন উপদেষ্টা Aug 30, 2025
img
নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন Aug 29, 2025
‘লাক্স সুপারস্টার’-এ জয়ার আগমন, গ্ল্যামারে কেড়েছে দর্শকের নজর! Aug 29, 2025
img
নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে Aug 29, 2025
img
পিআর পদ্ধতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত: ড. রেদোয়ান Aug 29, 2025
img
জাকসু নির্বাচনে প্রথমবারের মত লড়বেন নেপালি শিক্ষার্থী Aug 29, 2025
img
নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির Aug 29, 2025
img
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২ Aug 29, 2025
img
নুর আহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস-মাসউদের বার্তা Aug 29, 2025
img
শাশ্বতকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ পল্লবী যোশীর Aug 29, 2025
img
মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক মহলে আলোচনায় Aug 29, 2025
img

ইশরাকের প্রশ্ন

তখন ৭১-এর অবমাননা হয় নাই? Aug 29, 2025
img
মিয়ানমারের জলসীমায় প্রবেশে ১৯ ট্রলারসহ ১২২ জেলে আটক Aug 29, 2025