সুইয়ের ছিদ্রে উট ঢোকানোর চেয়েও কঠিন বাংলাদেশে পুনবার্সিত হয়ে শেখ হাসিনার রাজনীতি করা বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, আমি বারবার প্রথম দিক থেকে বলছি-শেখ হাসিনা এবং তার এমপি-মন্ত্রীরা, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তারা বাংলাদেশে পুনর্বাসিত হয়ে আবার রাজনীতি করবেন এটা প্রায় অসম্ভব। একটা সুইয়ের ছিদ্রের পেছন দিক থেকে একটা উট ঢোকানো যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হাসিনার রাজনীতিতে ফেরা।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওবার্তায় গোলাম মাওলা রনি এসব কথা বলেন।
বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছে এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে এস আলম। সম্প্রতি এরকম একটি সংবাদ প্রচার করেছে একটি গণমাধ্যম। এ প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘সংবাদমাধ্যম অনুযায়ী একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শেখ হাসিনা, তার ছেলে ও শেখ রেহানার মেয়ে ৬০ হাজার কোটি টাকা কমিশন নিয়েছেন। হাসিনার নিজের কাছেই হাজার হাজার কোটি টাকা রয়েছে।
টিকে/