জাকসু নির্বাচনে প্রথমবারের মত লড়বেন নেপালি শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে প্রথমবারের মত কোনো বিদেশি শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। এ নিয়ে তার বন্ধু ও বিভাগের প্রাক্তণরাও বেশ উচ্ছ্বসিত। নেপালের নাগরিক মো. আবিদ হুসাইন জাকসুতে স্বতন্ত্রভাবে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। ফার্মেসি বিভাগের এই শিক্ষার্থী থাকেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে।

আবিদের বাড়ি নেপালের বারা জেলায়। তারা তিন ভাই ও দুই বোন। নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন।

নিজের প্রার্থিতার বিষয়ে বলতে গিয়ে আবিদ হুসাইন বলছিলেন, “জাহাঙ্গীরনগরে আপনি দেখবেন, অনেকেই পড়াশোনা শেষ করেও বেকার। ফলে শুধু ডিগ্রি নয়; সঙ্গে দক্ষতাও দরকার। যেমন বাইরে যাওয়ার জন্য আইএলটিএস, জিআরই। এগুলোর জন্য ছাত্ররা বাইরে গিয়ে অর্থ খরচ করে কোর্স করছে। কিন্তু সবার অর্থনৈতিক অবস্থা তো এক না। কিন্তু দেশের বাইরে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। “সেগুলো এখানে জাকসুর অধীনে করার চেষ্টা করা যেতে পারে। এতে তাদের লাভ হবে। যারা অর্থের অভাবে করতে পারবে না, তাদের জন্য প্রয়োজনে তহবিল সংগ্রহের কথাও ভাবতে পারেন।”

বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করা- এমন মন্তব্য করে আবিদ বলেন, “কিন্তু এখানে তার ঘাটতি রয়েছে। যার কারণে দিন দিন আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু দক্ষতা ছাড়াই শিক্ষিত হচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন, তাদের সংগঠন আছে, এসবকে ‘ডিজিটাল’ প্রক্রিয়ায় আনতে চান বলেও জানান আবিদ।

পাশাপাশি ক্যাম্পাসে সবার নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখতে চান জাকসুর এই প্রার্থী। তার ভাষ্য, “বন্ধের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ইকোপার্ক হতে দেওয়া যাবে না।”
জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে আবিদ হুসাইনের সঙ্গে লড়াইয়ে আছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের আবরার হক বিন সাজেদ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশের) সাধারণ সম্পাদক আবরার অবশ্য নেপালি শিক্ষার্থী আবিদের প্রার্থিতাকে ‘ইতিবাচক’ হিসেবেই দেখছেন।

তিনি বলছিলেন, “তিনি বিদেশি। অন্য দেশের নাগরিক জাকসুতে নির্বাচন করছে, আমরা পজিটিভলি দেখছি। জাহাঙ্গীরনগর যে বৈশ্বিক, জাহাঙ্গীরনগর যে সবার, তার প্রমাণই আবিদ। উনার প্রার্থী হওয়াকে আমি এবং আমার সংগঠন থেকে স্বাগত জানাই। উনার যে স্পিরিট, সেটা প্রশংসনীয়। আমি তাকে ইতিবাচক হিসেবে দেখছি, প্রতিদ্বন্দ্বী হিসেবে না।”

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, “আবিদকে আমরা বিদেশি শিক্ষার্থী হিসেবে দেখছি না। অন্যান্য ছাত্রদের মত সে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের দেশের অনেক ছাত্র দেশের বাইরের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়ে থাকে।”

আবিদ হুসাইন আর সন্তোষ চৌধুরী উভয়ই নেপালের বারা জেলার বাসিন্দা। সন্তোষও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এখন নেপালের একটি ওষুধ কোম্পানির সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

তিনি এক গণমাধ্যমকে বলেছিলেন , “আবিদ আর আমার বাড়ি একই জেলায়। ওকে নিয়ে আমি গর্বিত।”

ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া ওর সাহসী পদক্ষেপ মন্তব্য করে সন্তোষ চৌধুরী বলেন, “নেপাল থেকে যারা জাবিতে যাবে তাদের একটি ভরসার জায়গা হয়ে উঠবে আবিদ। এ ছাড়া জাবিরও বাংলাদেশি শিক্ষার্থীরা আবিরকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখলাম। আবিদের সাহসেরও প্রশংসা করতে হয়। ভিন্ন দেশ, নতুন জায়গায় আসলে নানা সমস্যা তৈরি হয়, সে জায়গায় নেপাল থেকে জাবিতে কেউ গেলে আবিদ ভরসার একজন হবে। আবিদের জন্য শুভকামনা রইলো।”

ফার্মেসি বিভাগের ৪২তম ব্যাচের নেপালি শিক্ষার্থী ইমতিয়াজ আনসারী এখন বসবাস করছেন কাতারে। সেখানে একটি প্রথম সারির ওষুধ কোম্পানিতে তিনি চাকরি করছেন। তিনি বলেন, “আমাদের সময়ে জাকসু হলে ভালো লাগত। আমরা তো জাকসু পাইনি। শুনেছি, ৩৩ বছর জাকসু হচ্ছে। আর আবিদ শুধু নেপালি শিক্ষার্থীদের নয়; অন্যান্য দেশ থেকে কেউ আসলেও তাদের ভরসা হয়ে উঠবে বলে আশা রাখছি। আর বাংলাদেশি শিক্ষার্থীরা তো আবিদকে তাদের একজন করে আগেই নিয়েছে।

“আমি অনেক খুশি হয়েছি। আবিদের বক্তব্য শুনেছি। আবিদ নেপালি শিক্ষার্থীসহ পুরো জাবি শিক্ষার্থীদের জন্য কাজ করবে বলে বিশ্বাস করি। আশা করি, ও নির্বাচনে জয়লাভ করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও ওর পাশে রয়েছে।”

নেপাল থেকে জাহাঙ্গীরনগরে এসে পড়াশোনা করছেন শামি। তিনিও জাকসু নির্বাচনের আবিদের জন্য শুভকামনা জানিয়েছেন।

২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে জাকসুর নির্বাচনি প্রচার। এরপর ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সিনেট হল থেকে ফলাফল প্রকাশ করা হবে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নুরের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Aug 30, 2025
"থ্রিল, চমক আর ‘ইনসাফ’ রাজ-ফারিণের সিনেমা এবার ওটিটিতে" Aug 30, 2025
নিজেকে সাধারণ রাখতেই বিশ্বাস আফরান নিশোর Aug 30, 2025
জাকসু নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ঘোষণা Aug 30, 2025
যেভাবে জাতীয় পার্টি কার্যালয় ছাড়লেন জিএম কাদের Aug 30, 2025
স্থায়ীভাবে পদচ্যুত করা হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে Aug 30, 2025
img
নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ Aug 30, 2025
যেভাবে কার্যালয় ত্যাগ করলেন জি এম কাদের Aug 30, 2025
আদালতের প্রতি আস্থা নে''ই, বললেন লতিফ সিদ্দিকী Aug 30, 2025
নির্বাচনী প্রচারণায় ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন'র’ প্রার্থীরা Aug 30, 2025
img
নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ Aug 30, 2025
img
আহত নুরকে দেখতে ঢাকা মেডিক্যালে প্রেস সচিব Aug 30, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে : বুলবুল Aug 30, 2025
img
নুরদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবি পার্টির Aug 30, 2025
img
নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে সড়কে বিক্ষোভ Aug 30, 2025
img
নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা বিএনপি মহাসচিবের Aug 30, 2025
img
আহত নুরুল হক নুরকে আইসিইউতে ভর্তি Aug 30, 2025
img
ঢাকা মেডিকেলে নুরকে দেখতে গিয়ে অবরুদ্ধ আসিফ নজরুল Aug 30, 2025
img
কাকরাইলে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা, আইএসপিআরের বিজ্ঞপ্তি Aug 30, 2025
img
নুরের ওপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি জামায়াতের Aug 30, 2025