গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পার্থ লেখেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপরে এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুঁজে বের করা উচিত, কী কারণে এভাবে নুরকে আঘাত করা হলো, এভাবে নির্যাতন চালানো হলো।
এমআর/এসএন