ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ নাগরিককে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
আজ শনিবার (৩০ আগস্ট) আইআরজিসি জানিয়েছে, তারা এমন ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোদের এক সিনিয়র কর্মকর্তাকে স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থান ও শীর্ষ সেনা কর্মকর্তাদের তথ্য তুলে দেয়ার চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
আইআরজিসি আরও জানিয়েছে, অভিযুক্তরা গত জুন মাসে ইরানে ইসরাইলি আগ্রাসনের সময় মোসাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেয়। ইসরাইলের ওই আগ্রাসনে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় এবং শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও ৬ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা অনলাইনে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছিল। ইরানের উত্তরাঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক ও ফাঁদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় ইরানজুড়ে অন্তত ২১ হাজার সন্দেহভাজনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। যুদ্ধ চলাকালে ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনী রাস্তায় উপস্থিতি জোরদার করে।
গত ৯ আগস্ট পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদিকে তথ্য পাচারের অভিযোগে ফাঁসি দেয়া হয়। ইরানি কর্তৃপক্ষ বলছে, তিনি এক সহকর্মীর ব্যাপারে মোসাদকে তথ্য দিয়েছিলেন। ওই সহকর্মী পরে ইসরায়েলি হামলায় নিহত হন।
পিএ/টিকে