ছোট পর্দার জনপ্রিয় মুখ আয়েন্দ্রি রায় এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। এবার টলিউডের সিনেমায় নতুন চরিত্রে দেখা যাবে তাকে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবির লুক প্রকাশ করে এই খবর জানান আয়েন্দ্রি।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি মন মানে না দিয়েই টলিউডে যাত্রা শুরু করছেন তিনি। ছবিতে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় ও হিয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। এ ছবির মাধ্যমেই শাশ্বতকন্যারও অভিষেক হচ্ছে বড় পর্দায়। পাশাপাশি রয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।
ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। কলকাতাসহ দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে হয়েছে চিত্রায়ণ। সম্প্রতি শহরেই সম্পন্ন হয়েছে শেষ দফার কাজ। নভেম্বরেই মুক্তি পাচ্ছে এই ছবি।
আয়েন্দ্রি অবশ্য এর আগে ওপার বাংলার একটি ছবিতে কাজ করেছেন। তবে টলিউডে এটিই তার প্রথম ছবি। তাই নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে ছবির পোস্ট শেয়ার করে লিখেছেন এবারও অন্যরকম কিছু করছেন তিনি। শুধু বাংলা সিনেমাই নয়, আয়েন্দ্রি এখন কাজ শুরু করেছেন হিন্দি টেলিভিশনেও। সব মিলিয়ে তার ব্যস্ততা বেড়েছে বহুগুণে।
এমকে/এসএন