সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে দুজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর সাব বিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করানো হয়।
তারা হলেন খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের বাসিন্দা হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার ১৩০২-এর ৪ নম্বর সাব পিলারের কাছাকাছি বাঘছড়া এলাকা দিয়ে দুজনকে পুশ ইন করানো হয়।
খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদের আটক করে প্রথমে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিকভাবে তারা জানায়, আর্থিক সচ্ছলতার আশায় ১০ বছর আগে তারা ভারতে গিয়েছিলেন। পরে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি।
তিনি বলেন, ‘আটকদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।’
পিএ/টিকে