চলতি বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে টনি বেগকে গোপনে বিয়ে করেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সে সময় নার্গিস বা টনি কেউই প্রকাশ্যে এই বিয়ের খবর স্বীকার বা অস্বীকার করেননি।
অবশেষে তাদের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খান নিশ্চিত করলেন যে তারা সত্যিই বিবাহিত।
সম্প্রতি একটি ইভেন্টে নার্গিস এবং টনির সঙ্গে ফারাহকে দেখা যায়, আর সেই ইভেন্টের একটি ভিডিওতেই ফারাহ, নার্গিসকে টনির স্ত্রী হিসেবে উল্লেখ করেন।
এমনকি একতা কাপুরের সঙ্গেও দেখা গিয়েছে নার্গিসের বরকে ছবি শেয়ার করতে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, রেড কার্পেটে হাসিমুখে ফারাহ খানের সঙ্গে যোগ দিচ্ছেন নার্গিস ফাখরি। এরপর টনি বেগ ফারাহর পাশে এসে দাঁড়ালে ফারাহ মজা করে বলেন, “আপনার স্ত্রীর সঙ্গে দাঁড়ান।” তার এই স্বাভাবিক মন্তব্যই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দেয়।
ইভেন্টের একটি ছবি শেয়ার করে টনি লিখেছিলেন, “ফারাহ খান, আমি এত সুন্দর দেখানোর রহস্য জানতে চাই।” উত্তরে ফারাহ ছবিটি রি-শেয়ার করে মজার ছলে লিখেছিলেন, “এটা তোমাদের পাশে দাঁড়িয়ে থাকার কারণেই।”
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে একান্তভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরাই উপস্থিত ছিলেন।
দম্পতি নাকি নিশ্চিত করেছিলেন যে বিয়ের কোনও ছবি তুলতে দেওয়া হবে না, যাতে পুরো অনুষ্ঠান ব্যক্তিগত থাকে। পরবর্তীতে তারা মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে যান।
এফপি/ টিকে