বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ একটি আলাদা নাম, এক অনন্য সত্তা। তাঁর ছবি, তাঁর নির্মাণশৈলী, আর তাঁর ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি আজও দর্শকের হৃদয়ে একইরকম জাগ্রত। প্রায় এক যুগ আগে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর প্রভাব এখনো অটুট, বরং সময় যত গড়িয়েছে তাঁর গুরুত্ব ততই বেড়েছে। রবিবার ছিল এই কিংবদন্তি নির্মাতার জন্মদিন। সেই দিনে স্মৃতিচারণায় ভেসে গেলেন টলিউডের তারকারা।
সবচেয়ে আবেগঘন হয়ে উঠেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি শুধু সহকর্মী নন, ঋতুপর্ণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখলেন, “শুভ জন্মদিন ঋতু… তুই নেই, কিন্তু তোর সৃষ্টি আর তোর ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে।” সঙ্গে তিনি শেয়ার করেছেন একটি ছবি। সেই ছবিটি তুলে এনেছে জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারের শুটিং সেটের এক মুহূর্ত, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে ধরা দিয়েছেন ঋতুপর্ণ ও প্রসেনজিৎ।
এদিন শুধু প্রসেনজিৎ নয়, অভিনেতা ও রেডিও ব্যক্তিত্ব মীরসহ আরও অনেকে স্মৃতির পাতায় ফিরে গেছেন। তাঁরা বলেছেন, ঋতুপর্ণ শুধু পরিচালক ছিলেন না, তিনি ছিলেন একজন ভাবুক, একজন সংবেদনশীল স্রষ্টা। যিনি সিনেমাকে জীবন থেকে আলাদা করে দেখেননি, বরং জীবনের ভেতরেই সিনেমা খুঁজে নিয়েছিলেন।
আজকের বাংলা ছবির জগৎ তাঁর প্রভাব ছাড়া কল্পনাই করা যায় না। তাঁর হাত ধরেই উঠে এসেছিল নতুন প্রজন্মের নির্মাতা ও শিল্পীরা। তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। তাই জন্মদিনের দিন তাঁকে ঘিরে স্মৃতিচারণায় মেতে ওঠা যেন প্রমাণ করে, ঋতুপর্ণ ঘোষ এখনো বাঙালির হৃদয়ে ততটাই জীবন্ত, যতটা তিনি জীবদ্দশায় ছিলেন।
এমকে/টিকে