আদালতের রায়ে ট্রাম্পের ক্ষোভ

'শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যেত'

যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে ফেডারেল আপিল আদালতের রায়ের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত এবং সামরিক শক্তিও ভেঙে পড়ত।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার প্রশাসনের আরোপ করা শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র “পুরোপুরি ধ্বংস হয়ে যেত” এবং দেশের সামরিক শক্তি “তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত”। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনসঙ্গত নয় বলে রায় দেওয়ার পর স্থানীয় সময় রোববার তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে আদালতের রায়ের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি লেখেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে আমরা যে ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া, আমাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেত, আর সামরিক শক্তি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেত।”

তিনি আরও বলেন, “৭-৪ ভোটে ‘চরম বামপন্থি বিচারপতিরা’ এসব শুল্ক বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তবে একজন ডেমোক্র্যাট বিচারপতি, যাকে ওবামা নিয়োগ দিয়েছিলেন, সাহসিকতা ও দেশপ্রেম দেখিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষার পক্ষে ভোট দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।”

সিএনএন জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস ট্রাম্প প্রশাসনের আরোপ করা একাধিক শুল্ক অবৈধ ঘোষণা করে। আদালত রায়ে জানায়, প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এ শুল্ক আরোপ করেছিলেন, যা অভূতপূর্ব মাত্রায় নির্বাহী ক্ষমতার সীমালঙ্ঘন। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে।

তবে আদালত জানিয়েছে, আপাতত শুল্ক বহাল থাকবে। রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

এর আগে গত শুক্রবারও ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন। তিনি ট্রুথ সোশালে লিখেছিলেন, “সব শুল্ক এখনো বহাল আছে! একটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে এগুলো বাতিল হওয়া উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে। এই শুল্ক তুলে দেওয়া হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে।”

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান Sep 01, 2025
পুতিন-মোদি এক গাড়িতে, ট্রাম্পের কাছে পাঠানো বার্তা স্পষ্ট Sep 01, 2025
img
এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা Sep 01, 2025
img
হাঁটতে হাঁটতে আলোচনায় মোদি-পুতিন, উপেক্ষিত শেহবাজ! Sep 01, 2025
img
আবারও কনসার্টে দেখা যাবে নোবেলকে Sep 01, 2025
হাসিমুখে কোলাকুলিতে নতুন বার্তা দিলেন মোদি-পুতিন | Sep 01, 2025
img
কঠিন সময়েও রাশিয়া ও ভারত একসাথে আছে: মোদি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে উত্তাল ঢাবি Sep 01, 2025
img

আইনজীবী শিশির মনির

হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই Sep 01, 2025
img
পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু হতে হবে : আবিদুল ইসলাম Sep 01, 2025
img
জটিল রোগে ভুগছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী Sep 01, 2025
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা Sep 01, 2025
img
মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন : নুসরাত ফারিয়া Sep 01, 2025
img
সানি সংস্কারি কি তুলসি কুমারীর প্রথম গান বিজুরিয়া টিজার প্রকাশ Sep 01, 2025
img
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের Sep 01, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Sep 01, 2025
img
অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট Sep 01, 2025
img
মুঞ্জা টু-তে এবার থাকছে প্রতিভা রান্তা, শুটিং শুরু এ বছরেই Sep 01, 2025