মানসিক জটিল রোগ পোস্ট-ট্রমেটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
রোববার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে মানসিক অসুস্থতার কথা জানান আলিজেহ। তার অসুস্থতার কারণ হিসেবে দীর্ঘ সময় টানা শুটিং এবং শোবিজের বিষাক্ত পরিবেশকে দায়ী করেছেন তিনি।
ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন,
শোবিজের জগৎ অত্যন্ত হীনমন্যতা ও অবমাননায় ভরা। সেখানে আমাকে প্রায়ই ‘কিছুই নয়’ মনে করা হতো। ১২ ঘণ্টার দীর্ঘ শুটিং এবং সেটে যে অসহনীয় আচরণ সহ্য করতে হয়, তাতে আমার নিজের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল।
আলিজেহ আরও বলেন,
মানুষ মনে করে আমি নতুন কাজের জন্য এসব কথা বলছি। কিন্তু তা নয়। এই ভুল ধারণা আমায় অনেক ব্যথা দেয়। আমি শুধু শান্তিতে থাকতে চাই। কিন্তু স্মৃতিরা এখনো মানসিক কষ্ট দিচ্ছে। আমি পিটিএসডি’র সঙ্গে লড়ছি।
সবশেষে অভিনেত্রী জানান, অনেকে ভাবেন অসুস্থার কারণ দেখিয়ে তিনি নতুন কাজ পেতে চাইছেন। অথচ শোবিজে কোনো সহানুভূতির কারণে বা দয়া করে তাকে কেউ কোনো কাজ দেয় হয় না। তিক্ত অভিজ্ঞতা আর আত্মঘৃণায় মানসিক কষ্টে আছে অভিনেত্রী।
প্রসঙ্গত, শোবিজ দুনিয়ায় প্রায়ই সহঅভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে জটিলতায় পড়েন আলিজেহ। ২০০৯ সালে সহশিল্পী মিনসা মালিকের সঙ্গে একবার বিতর্কে জড়ান। ঝগড়ার এক পর্যায় মিনসা তাকে থাপ্পড় মারলে জবাবে মিনসাকে স্যান্ডেল দিয়ে আগাত করেন আলিজেহ। এ ঘটনায় মিনসা তার বিরুদ্ধে মানহানি ও মৃত্যু হুমকির অভিযোগ করলে আলিজেহ একটি মানহানির মামলা দায়ের করেন।
ইএ/এসএন