আগামী দিনে জনগণ তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত ৫ আগস্ট স্বেরাচার পলায়ন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো কিছু কিছু দল কর্তৃত্ববাদীর ভয় দেখায়, নিজেদের নিরঙ্কুশ ভাবে। কিন্তু মনে রাখবেন- নিরঙ্কুশ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর এই দেশের নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না।

তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগের পূর্বেই নির্বাচনের যে ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা, যত ষড়যন্ত্রই দেশ-বিদেশ থেকে হোক না কেন- বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের প্রতীক নির্বাচিত করে জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, ইনশাআল্লাহ। তার নেতৃত্বেই ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল। আমাদের নেতা তারেক রহমান আন্দোলন করছেন জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশে একটি স্বচ্ছ ভোট হবে। আর সেই ভোটে জনগণ বেছে নেবে দেশ পরিচালনার দায়িত্ব তারা কাকে দেবে। কিন্তু আজকাল আমরা অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনি। তারা বলেন- এটা হতে দেব না, ওটা হতে দেব না। তাদের যদি ৫৪ বছরের ইতিহাস দেখেন, দেখবেন তারা কেউ কখনো নিষিদ্ধ ছিলেন, কেউ সংসদে ১০টা ২০টা বা ১৮টা সিট পেয়েছেন। কিন্তু জনগণ দেশ পরিচালনার জন্য তাদের ওপর আস্থা রাখেননি। তাই জনগণের আস্থা পাওয়ার জন্য কর্মসূচি দিয়ে জনগণের কাছে যান। বিএনপি যেমন ৩১ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তেমনি আপনার কর্মসূচি নিয়ে জনগণের পাশে যান। জনগণকে চোখ রাঙানি দেখাবেন না, ভয় দেখাবেন না।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এক দলীয় বাকশাল থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশে আসার জন্য তাঁর কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভূখণ্ডে যারা আছি, আমরা সবাই বাংলাদেশি। সেজন্য আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন, তাকেও আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই নেত্রীকে সুস্থ রাখেন ও ভবিষ্যতে তিনি আমাদের আবারও নেতৃত্ব দিতে পারেন। উনার অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেননি, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের সকল মানুষকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন। তাকেও আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সবার ওপরে বাংলাদেশ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। ইতোমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। এই ফেব্রুারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সজাগ দৃষ্টিভঙ্গিতে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দুর্গাবাড়ী ও নতুন বাজার সড়ক হয়ে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চবি উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Sep 01, 2025
img
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি Sep 01, 2025
img
আশুলিয়ায় ২৪ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার Sep 01, 2025
img
ইন্টিরিয়র ডিজাইনে গৌরীর পারিশ্রমিক আকাশচুম্বী Sep 01, 2025
img
সাংহাই সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Sep 01, 2025
img
তামিমের অপরাজিত ফিফটিতে বাংলাদেশের সিরিজ জয় Sep 01, 2025
img

ডাকসু প্রার্থী অদিতি

হাইকোর্ট হয়রানি করছে Sep 01, 2025
img
পুলিশের কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান বরখাস্ত Sep 01, 2025
img
জানা গেল শাহরুখের পাঁচ ছবির কাস্ট থেকে ঐশ্বরিয়া্র বাদ পড়ার কারণ Sep 01, 2025
img
ভারতীয় বিয়ের আসরে হঠাৎ হাজির জাস্টিন বিবার Sep 01, 2025
img
জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : সেলিমা রহমান Sep 01, 2025
তিন সন্তানের স্বপ্ন দেখছেন জাহ্নবী Sep 01, 2025
img
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? Sep 01, 2025
img
পাকিস্তানে জনপ্রিয়তা বাড়ছে শাকিব খানের Sep 01, 2025
img
দেশি আম্পায়ারদের উন্নয়নে পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিল বিসিবি Sep 01, 2025
img
‘বাজি’ গানে এক হলো মারমা-বম-মণিপুরি সুর Sep 01, 2025
img
মা হওয়া গর্বের, ইনোসেন্স হারানো নয়: দেব Sep 01, 2025
img
আওয়ামী লীগের তৎপরতা বন্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতের দাবি এনসিপির Sep 01, 2025
img
‘বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে’ Sep 01, 2025