নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৎপরতা বন্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানা শাখা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি ধানমণ্ডি ৩/এ থেকে ২৭ নম্বর ঘুরে ধানমণ্ডির ৫/এ-তে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে।
অথচ এর সরকার ১ বছরে আওয়ামী লীগের বিচার করতে পারেনি। তারা ব্যর্থ দেখে আজকেও আওয়ামী লীগ মিছিল করার দুঃসাহস দেখায়। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি।’
বক্তারা আরো বলেন, ‘সারা দেশে স্বৈরাচার বাহিনী এখনো মাথাচাড়া দেওয়ার দুঃসাহস করছে।
তারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই গর্জন দিয়ে উঠার চেষ্টা করছে। গত ১ বছরে কোনো বিচার দৃশ্যমান না দেখার কারণেই তারা সেই সাহস পাচ্ছে। তবে আমরা সর্বদা ছাত্র-জনতা একত্রিতভাবে এই ফ্যাসিবাদকে যেখানে পাব সেখানেই প্রতিহত করব।’
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সহ-সমন্বয়কারী এস এম সাহরিয়ার বলেন, ‘এই ১ বছর লীগ এবং লীগের দোসরদের বিচার না হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিদ্যমান সংবিধানের মধ্য দিয়ে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের বিচার করা সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে পারেনি বরং গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে জামিনে বের হয়ে এসেছে। যে সংবিধান ১৫ বছরে দুঃশাসনে এবং ৩৬ দিনে ২ হাজার মায়ের বুক খালি করা শেখ হাসিনার বিচার করতে পারে না, যে সংবিধান ৩০ হাজার আহত ভাইবোনের অঙ্গহানির বিচার করতে পারে না সেই সংবিধানের প্রতি বাংলাদেশের জনগণের নূন্যতম আর কোনো সমর্থন নেই। তাই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে, পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে এবং নতুন সংবিধানের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ফয়সাল আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় সংগঠক মাহবুব ও ঢাকা মহানগরের সমন্বয় সদস্য সরদার আমিরুল ইসলাম প্রমুখ।
পিএ/এসএন