অভিনেত্রী গওহর খান ও সংগীতশিল্পী জায়েদ দরবারের সংসারে আবারও এসেছে নতুন অতিথি। প্রথম সন্তানের দুই বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সুখবর দিয়েছেন এ তারকা দম্পতি।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন গওহর। দুই বছর পর সেবারের মতো এবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর জন্ম নেয় এ জুটির দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সে সুখবর ভক্তদের সাথে শেয়ার করেন গওহর।
বুধবার (৩ সেপ্টেম্বর) গওহর লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই।
প্রসঙ্গত, প্রথমবার ‘সি-সেকশনে’র মাধ্যমে পুত্র জেহানের জন্ম দেন গওহর। সেই অভিজ্ঞতাকে ‘বেদনাদায়ক’ বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তেমন কোনো অভিজ্ঞতার কথা জানাননি গওহর খান।
এসএস/এসএন