মা হওয়া গর্বের, ইনোসেন্স হারানো নয়: দেব

গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। সিনেমা সফল হওয়ার পরই দেব-শুভশ্রী জুটির রসায়ন ভেঙে গেল। ছবি মুক্তির পরই বদলে গেছে তাদের সমীকরণ। সম্প্রতি দেবের করা একটি মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন শুভশ্রী। যথাযথ উত্তরও দিয়েছেন নায়িকা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

নিজের প্রযোজিত প্রথম সিনেমায় শুভশ্রীকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘ধূমকেতু’তে ‘রূপা’র চরিত্রে দেখা গিয়েছে তাকে? এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ‘শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়ত তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।’

সেই প্রেক্ষিতেই এক পডকাস্টে এসে শুভশ্রী বলেছিলেন, ‘একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনোদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না।’

এবার এ বিষয়ে মুখ খুললেন দেব। দেবের কথায়, ‘যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে এক ঘণ্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, সেটা ভালোবাসা ছাড়া হয় না। শুভশ্রী ওই একটা লাইনকে ধরেছে।’

তার কথায়, ‘কিন্তু আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি যে, যেভাবে ও সংসার এবং কাজকে হ্যান্ডেল করছে, সেই কথাগুলো ও নিশ্চয়ই শুনেছে। পুরো প্রমোশান জুড়ে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। কারণ ও সুপারস্টার। তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদনও করেছিলাম। সেটা সম্মান নয়?’

চর্চিত মন্তব্য নিয়ে দেব বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা। আমি তাকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই তাকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রটার জন্য তাকে নেওয়া হয়েছিল সেটায় ও ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে তার জায়গায় যদি কেউ ডিজার্ভিং হন, তাকে কাস্ট করব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেব কেও কাস্টিং করতাম না। কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই।’

‘আমি কখনও বলিনি দুটো বাচ্চার জন্য তার সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগেও ও যখন বলেছে, ‘বাথরুমে কেঁদেছি’, সেই সময়ও কিছু বলিনি। সব সহ্য করেছি। আজকেও কিছু বলব না। কারণ আমার মনে হয় এটাই তো সম্মান দেওয়া। ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না। কিন্তু আমি যদি আজ দুটো কথা তাকে নিয়ে বলি তাহলে তার খারাপ হবে। তার সম্মানটা কোথাও আমারই সম্মান।’

শেষে বলেন, ‘আমি সব সময়ই চাই শুভশ্রীর সম্মানহানি যাতে না হয়। কারণ ওর হারানোর অনেক কিছু আছে। আমি সব সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি আর ততটাই কথা বলেছি, যাতে ওর সম্মানটা বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। ওই যে বলেছে না মা হয়ে গিয়েছি, সরলতা চলে গেছে। মা হয়ে গেছে বলে ইনোসেন্সের কথা বলিনি, ও নিজেই বলে আমি দুই সন্তানের মা। এটা তো গর্বের ব্যাপার। আমি দেখছি ও কী সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু তো বলার থাকে না।’ 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না : হাইকোর্ট Sep 01, 2025
img
বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটুকথা বলা হচ্ছে: তাসনিম জারা Sep 01, 2025
img
যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ Sep 01, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির Sep 01, 2025
img
সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত Sep 01, 2025
img
সব ধরনের মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের, দাবি ট্রাম্পের Sep 01, 2025
img
নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না : জয়নুল আবেদীন Sep 01, 2025
img
৩৬ জুলাইয়ের আদলে এবার ৩৬ দফা ইশতেহার দিল ছাত্রশিবির Sep 01, 2025
img
সেপ্টেম্বরে লঘুচাপ ও নিম্নচাপ নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস Sep 01, 2025
যে ইহুদি নবীজিকে পরীক্ষা করেছিলেন | ইসলামিক জ্ঞান Sep 01, 2025
আধ্যাত্মিক গুরুর আশ্রমে র‌্যাপার বাদশা! Sep 01, 2025
img
মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার সুমনা Sep 01, 2025
img
চীনে যাচ্ছে অ-১৭ ফুটবল দল, ঢাকায় আসছে চীনা নারী দল Sep 01, 2025
img
নির্বাচন পেছাতে নতুন নতুন ইস্যু তুলছে জামায়াত-এনসিপি : জাহেদ উর রহমান Sep 01, 2025
img
ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : টুকু Sep 01, 2025
img
স্থগিত হওয়া নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে! Sep 01, 2025
রোহিতের ফিটনেস টেস্টে নতুন অধ্যায়ের ইঙ্গিত! Sep 01, 2025
পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি Sep 01, 2025
দিল্লিতে হাসিনার বাসভবন ও সিআরআইর চাঞ্চল্যকর কার্যক্রম Sep 01, 2025