ভয়াবহ ভূমিকম্পের পর আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারত আফগানিস্তানে ১ হাজার তাঁবু ও ১৫ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে বলেও জানান তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি মাঝরাতে আঘাত হানে।
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, পূর্ব আফগানিস্তানে এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে এবং আহত হয়েছেন ২ হাজার ৮০০ জনের বেশি।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মাওলভি আমির খান মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর টেলিফোনে কথা বলেন।
বক্তৃতাকালে জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জানান জরুরি মানবিক সহায়তা হিসেবে ১ হাজার তাঁবু ও ১৫ টন খাদ্যসামগ্রী আফগানিস্তানে পৌঁছে গেছে।
তিনি বলেন, ভারত চিকিৎসা সামগ্রী ও খাদ্য সহায়তা অব্যাহত রাখবে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি এই সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন, প্রাপ্ত ত্রাণ দ্রুত বাস্তবভাবে প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ইএ/এসএন