যশোরের মণিরামপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলমকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে (মহসিন আলম) বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট মণিরামপুর পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইউটি/টিএ