প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে খুবই সিরিয়াসলি নির্বাচন চাইছেন : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান জানান, গতকাল সারা দিন দেশের রাজনৈতিক অঙ্গন ছিল নানা গুজব, আলোচনা ও উত্তেজনায় ভরপুর। মূলত, কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও ধারাবাহিক সংঘর্ষমূলক ঘটনার সূত্র ধরে দেশজুড়ে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি জানান, প্রথমে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে তিনটি বড় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে নানা আলোচনা শুরু হয়-  তিনি কী বলেছেন, দলগুলো কী প্রতিক্রিয়া দিয়েছে- এসব বিষয়ে বিশ্লেষণ জরুরি।

এই বৈঠকের পরপরই হঠাৎ করে গুঞ্জন ছড়ায়, সেনাপ্রধান নাকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। এই খবর ছড়ানোর পর রাজনীতিতে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়। অনেকেই ভাবতে শুরু করেন, প্রধান উপদেষ্টা কি তবে পদত্যাগ করছেন? তিনি তো এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন। তাহলে কি সেনাপ্রধান এখন প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করছেন পরবর্তী পদক্ষেপ নিয়ে? এসময় দেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটতে থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ব্যক্তিগত ঘটনার সূত্র ধরে ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও বহিরাগতদের হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালতে গোলযোগ ও সংঘর্ষ হয়।

ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ফেনীতে আওয়ামী লীগ মিছিলের প্রস্তুতি নেয়। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘এইসব ঘটনাগুলো একত্র করলে বোঝা যায়, দেশে যেন একটা সুপরিকল্পিত অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এর পেছনে কে বা কারা রয়েছে, সেটা এখনো স্পষ্ট না হলেও, উদ্দেশ্যটা পরিষ্কার- রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করা।

তিনি আরও বলেন, ‘এর মধ্যেই ছড়ানো হয় যে, সেনাপ্রধান ও প্রধান বিচারপতির মধ্যে বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি- কেউ বলছে হয়েছে, আবার কেউ বলছে হয়নি। সব মিলিয়ে প্রশ্ন ওঠে, সরকার কি এসব ঘটনার বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে পারছে না? এত গোলযোগ, বিশ্ববিদ্যালয়ে সহিংসতা- এসব ঠেকানো যাচ্ছে না কেন? ড. ইউনূস কি এখনো সরকারের নিয়ন্ত্রণে আছেন, না কি তিনি দুর্বল হয়ে পড়েছেন? অনেকেই মনে করছেন, এই গুজব ও পরিকল্পিত গোলযোগের পেছনে একটি উদ্দেশ্য রয়েছে- ড. ইউনূসকে বিতর্কিত ও দুর্বল দেখানো। যেন তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তার নেতৃত্বে নির্বাচন আয়োজনের ক্ষমতা যেন প্রশ্নবিদ্ধ হয়। অন্যদিকে, কিছু মহল চাইছে নির্বাচন পেছাতে। এজন্য তারা নানা গুজব ও অস্থিরতা তৈরি করছে।’

তিনি বলেন, ‘১৩তম সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিও আবার আলোচনায় এসেছে। কেউ কেউ বলছেন, আদালতের শুনানির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে, যদিও এটা আইনি বাস্তবতায় সম্ভব নয়। কারণ সংসদের মাধ্যমেই নতুন কাঠামো নির্ধারিত হতে পারে, আদালতের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয়।’

সবশেষে জাহেদ উর রহমান বলেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো- ড. ইউনূস যেন দায়িত্বে থাকেন এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে তারপর দায়িত্ব ছাড়েন। কেউ যাতে তাকে জোরপূর্বক সরাতে না পারে।’

তিনি আরও বলেন, ‘যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা আসলে দেশের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধেই কাজ করছেন। তাই দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

পুতিন-মোদি এক গাড়িতে, ট্রাম্পের কাছে পাঠানো বার্তা স্পষ্ট Sep 01, 2025
img
এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা Sep 01, 2025
img
হাঁটতে হাঁটতে আলোচনায় মোদি-পুতিন, উপেক্ষিত শেহবাজ! Sep 01, 2025
img
আবারও কনসার্টে দেখা যাবে নোবেলকে Sep 01, 2025
হাসিমুখে কোলাকুলিতে নতুন বার্তা দিলেন মোদি-পুতিন | Sep 01, 2025
img
কঠিন সময়েও রাশিয়া ও ভারত একসাথে আছে: মোদি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে উত্তাল ঢাবি Sep 01, 2025
img

আইনজীবী শিশির মনির

হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই Sep 01, 2025
img
পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু হতে হবে : আবিদুল ইসলাম Sep 01, 2025
img
জটিল রোগে ভুগছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী Sep 01, 2025
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা Sep 01, 2025
img
মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন : নুসরাত ফারিয়া Sep 01, 2025
img
সানি সংস্কারি কি তুলসি কুমারীর প্রথম গান বিজুরিয়া টিজার প্রকাশ Sep 01, 2025
img
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের Sep 01, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Sep 01, 2025
img
অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট Sep 01, 2025
img
মুঞ্জা টু-তে এবার থাকছে প্রতিভা রান্তা, শুটিং শুরু এ বছরেই Sep 01, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল অবস্থানে জামায়াত Sep 01, 2025