একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচনী পানি ঘোলা করার চেষ্টা করছে। সব ষড়যন্ত্র রুখে দিতে দেশব্যাপী তারেক রহমানের কর্মীরা প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘দেশের রাজনীতিক ও গণতন্ত্রিক অধিকার হরণকালে মানুষের অধিকার ফেরাতে ৪৭ বছর আগে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সব সংকটকালে ভূমিকা রাখার ঐতিহ্যের দল বিএনপি।’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের ইতিহাস দেশ গঠনে যুদ্ধের ইতিহাস। আর আওয়ামী লীগের ইতিহাস পলায়নকারীর।’
এর আগে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন: রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএ/এসএন