মিয়া গোলাম পরওয়ার

পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনিভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে।

তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত “পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতার রক্তদান বিফলে যাবে। সংস্কারবিহীন নির্বাচন হলে আবার ফ্যাসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী আমলের মতো স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়।

জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে তারাও আজ ফ্যাসিবাদের সাথে আপোস করছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, এই বাস্তবতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেডএনআরএফ ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক ড. সৈয়দ আব্দুল আজীজ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন কার্যকর হলে জাতীয় সংসদে ক্ষুদ্র দল ও ভিন্নমতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। অন্যদিকে জুলাই সনদ বাংলাদেশের রাজনীতি ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, যার আইনগত ভিত্তি ও বাস্তব প্রয়োগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদী প্রবণতা রোধ হবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং বহুদলীয় অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আল আমিন, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান জনাব মো রফিকুন্নবী এবং এফডিইবি'রসহ সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গির এবং এফডিইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এরশাদুল্লাহ, এফডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসেম, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী আবদুল হাই, প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকী, ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রকৌশলী আব্দুস সামাদ সরদার, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ওয়াহিদুর রহমান নিঝুম। কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ, বরিশাল মহানগরীর সভাপতি প্রকৌশলী লুৎফর রহমান ও গাজীপুর মহানগরীর সভাপতি ফারুক আহমেদ।

গোল টেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ বলেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সর্বদা জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনার পক্ষে। জুলাই আন্দোলনে দেশের ৯ জন ডিপ্লোমা প্রকৌশলী শাহাদাৎবরণ করেন এবং শত শত ডিপ্লোমা প্রকৌশলী আহত হন। তাদের আত্মত্যাগ এবং শাহাদাতের বিনিময়ে অর্জিত একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজকের এ গোল টেবিল বৈঠক থেকে প্রাপ্ত মতামত ভবিষ্যতে নীতি প্রণয়ন ও সংস্কারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা মত প্রকাশ করেন যে, গণতান্ত্রিক উন্নয়ন ও সুশাসনের স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনিভিত্তি নিয়ে বিস্তৃত আলোচনা ও বাস্তবায়ন জরুরি।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর Sep 02, 2025
img
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন স্টার্ক Sep 02, 2025
img
দেশ পরিচালনার দায়িত্ব তারা কাকে দেবে তা বেছে নেবে জনগণ: ডা. জাহিদ Sep 02, 2025
img
‘রণবীর কাপুরের চিকিৎসা করেছিলাম’, দাবি চাহালের প্রাক্তন স্ত্রীর Sep 02, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দুবাই, ঢাকার অবস্থান ৪১তম Sep 02, 2025
img
প্রতিপক্ষের অজান্তেই মেহেদীর জন্য কৌশল সাজালেন লিটন Sep 02, 2025
img
৩ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু টমেটো আমদানি, প্রথমদিনেই এলো ২৮ টন Sep 02, 2025
সাকিব ঝলক, কিন্তু নায়ক সাইফার্ট ১৩ বল হাতে রেখেই ম্যাচ শে"ষ Sep 02, 2025
পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য বন্ধ স্টেডিয়াম Sep 02, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 02, 2025
img
সুদানে ভয়াবহ ভূমিধস, মৃত্যু ১ হাজারের বেশি মানুষের Sep 02, 2025
img
ক্যারিবিয়ান অঞ্চলে ৮ যুদ্ধজাহাজ ও ১২০০ মিসাইল নিয়ে অবস্থান মার্কিন সেনাদের Sep 02, 2025
img
আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম: নাসুম আহমেদ Sep 02, 2025
img
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের Sep 02, 2025
img
অবশেষে মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক Sep 02, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দর্জির Sep 02, 2025
img
আজ ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা Sep 02, 2025
img
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস Sep 02, 2025
img
একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু Sep 02, 2025
img
চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা Sep 02, 2025