দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্ত, যিনি ‘সপ্ত সাগর দাটি’ (কন্নড়ে: 'সপ্ত সাগরা দাচে এল্লো') ছবির মাধ্যমে আলোচনায় আসেন, এবার যুক্ত হচ্ছেন ভারতের অন্যতম আলোচিত চলচ্চিত্র প্রকল্প ‘ড্রাগন’-এ। এই ছবিতে তিনি অভিনয় করবেন সুপারস্টার জুনিয়র এনটিআরের বিপরীতে। ছবিটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ ও ‘সালার’-খ্যাত প্রশান্ত নীল।
রুক্মিণীর ‘মাধারাসী’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে এই খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ছবির প্রযোজক এন. ভি. প্রসাদ। একই মঞ্চে রুক্মিণী জুনিয়র এনটিআর সম্পর্কে বলেন, "ওনার অভিনয় ব্যাখ্যা করতে একটা আলাদা অভিধান দরকার।"
‘ড্রাগন’ ছবিটি হতে যাচ্ছে একটি বৃহৎ পরিসরের পিরিয়ড ড্রামা, যেখানে দেশপ্রেমের আবেগ থাকবে দৃঢ়ভাবে। রুক্মিণীর অন্তর্ভুক্তি ছবিটির চারপাশে গড়ে ওঠা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
মাইথ্রী মুভি মেকার্সের ব্যানারে নির্মিতব্য এই ছবিটির চূড়ান্ত নাম এখনো ঘোষণা করা হয়নি, তবে বিশ্বব্যাপী মুক্তির তারিখ ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে ২৫ জুন, ২০২৬। ছবিটি একযোগে একাধিক ভাষায় মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
এর আগে জুনিয়র এনটিআর ‘দেওয়ারা’ ও ‘ওয়ার ২’ নিয়ে চর্চায় ছিলেন, আর ‘ড্রাগন’ হতে যাচ্ছে তার আরও একটি প্যান-ইন্ডিয়ান প্রজেক্ট, যা গোটা ভারতজুড়ে আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে রুক্মিণীর জন্য এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় 'লিপ'। 'সপ্ত সাগর দাটি'র সফলতা তাকে কন্নড় ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে নিয়ে এসেছে। সামনে রয়েছে 'কান্তারা ২' ও 'টক্সিক'-এর মতো বড় বাজেটের ছবি। তবে 'ড্রাগন'ই হতে যাচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ প্যান-ইন্ডিয়ান ছবি, যা তাকে ভারতের মূলধারার নায়িকাদের কাতারে নিয়ে যেতে পারে।
এমআর