ইরানের পারমাণবিক আলোচনায় ইতিবাচক দিক দেখছে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি এ বিষয়ে তেহরানের প্রতি আঙ্কারার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সোমবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে এরদোয়ান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক-আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আঙ্কারার অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, জ্বালানি খাতে আঙ্কারা ও তেহরানের মধ্যে সহযোগিতা দুই দেশের পারস্পরিক স্বার্থে কাজ করছে।
বৈঠকে দুই নেতা সিরিয়ার সর্বশেষ অবস্থা, গাজায় ইসরায়েলের হামলা এবং দক্ষিণ ককেশাসে শান্তি প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন বলেও জানায় জানায় অধিদপ্তরটি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর