কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পাশে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা মিয়া (২৪) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার মা হেলেনা বেগম।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাদশা মিয়া ওই গ্রামের আমড়ু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলাবাগানে কাজ করার সময় বাদশা একটি ঝুলে থাকা জিআই তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই তারটি বাগানের উপর দিয়ে স্থানীয় মসজিদে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হতো। ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মা হেলেনা বেগম ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। আহত হেলেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এমআর