জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই সম্মানিত একজন ব্যক্তি। কিন্তু তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে জাতির কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মাসুদ কামাল বলেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে- ভাই, দেশের অবস্থা কী? এরপর দ্বিতীয় বা তৃতীয় যে প্রশ্নটা তারা করে সেটা হলো— নির্বাচন কি হবে?
মাসুদ কামাল বলেন, গত পাঁচ তারিখে ড. ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন- নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে।
এটা বলার পরদিন তারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন এবং নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে। সবকিছু দেখলে কিন্তু নির্বাচন না হওয়ার কোন কারণ আমি এখানে দেখছি না। তাহলে মানুষের মধ্যে এই শঙ্কাটা কেন?
এই শঙ্কার পেছনে কতগুলো বিষয় কাজ করছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই সম্মানিত একজন ব্যক্তি। তিনি একবছরের বেশি সময় ধরে দেশ চালাচ্ছেন।
তবে আমার ধারণা তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, তার মাধ্যমে জাতির কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। মানুষ তার কথার উপর আস্থা রাখতে পারে না।
এই শঙ্কার পেছনে আরেকটি কারণ হতে পারে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, যে দলকে মানুষ কিংস পার্টি বলে; ড. ইউনূস যে দলটা সম্পর্কে বলেন- আমি ওদের বললাম একটা রাজনৈতিক দল করো, সেই দলের নেতা যখন দায়িত্ব নিয়ে বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করে।
কেএন/টিকে