একজন পুরুষ এবং নারীর মধ্যে ভালোবাসা নেই এমনটাই নাকি মনে করেন নীনা গুপ্তা। এক ছবির প্রচারে অভিনেত্রী বিয়ে নিয়ে মতামত দিতে গিয়ে এমনটাই জানিয়েছিলেন। তাঁর দাবি, সন্তানের জন্য যে ভালোবাসা, তা স্বামীর জন্য হয় না।
ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর প্রেম এক সময় বলিউডের খবরের শিরোনামে থাকত।
তাঁদের একমাত্র সন্তান মাসাবা। ২০০৮ সালে তিনি ৪৯ বছর বয়সে বিয়ে করেন বিবেক মেহরাকে। তার মতে, বিয়ে একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে প্রেম আছে বলে হয়, এমন নয়। প্রথম প্রথম থাকে যৌন সম্পর্কের টান।
যা পরে স্নেহে পরিবর্তিত হয় এবং তারপর একটি অভ্যাসে পরিণত হয়।
তিনি তাঁর স্বামীর জন্য অনেক কিছু করেন বলেও জানান সেই সাক্ষাৎকারে। তিনি আরো বলেন, এখনো করে চলেছেন। তবে মেয়ে মাসাবার জন্য যতটা করেন, তার সামনে তা কিছুই নয়।
হিউম্যানস অব বোম্বেকে দেওয়া সাক্ষাৎকারে নীনা যা বলেছেন, “প্রথমে যৌন ইচ্ছা থাকে, কিন্তু তার পরে এটি যেকোনো দিক নিতে পারে। আপনি বিয়ে করুন বা আপনি অন্য কারো কাছে যান এটাই হয়। সন্তানের সঙ্গে যে পরিমাণ ভালোবাসা আমি অনুভব করি, আমি তার জন্য সব কিছু করতে পারি। আমার স্বামীর জন্যও আমি করব, অনেক কিছু করব, কিন্তু আমি মাসাবার (সন্তান) জন্য যেভাবে করব, সেই তুলনায় তাঁর জন্য আমি কিছুই করে উঠতে পারব না। আমি জানি না অন্যরা কী ভাবেন এই বিষয়ে, তবে আমি ভালোবাসা বুঝি না।
এমকে/এসএন