ডিএনসিসি প্রশাসক

একটি ন্যায্য সমাজ গড়তে চাই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আমরা সমতার সমাজ নয়, বরং একটি ন্যায্য সমাজ গড়তে চাই।

সোমবার (২ সেপ্টেম্বর) গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে মহাখালীতে ‘কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার’ স্থাপনের জন্য সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএনসিসি।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা সমতার সমাজ নয়, বরং একটি ন্যায্য সমাজ গড়তে চাই। সে লক্ষ্যেই ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। আজকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

তিনি বলেন, পৃথিবীর বহু শহরে জনকল্যাণমূলক কাজ ফিলানথ্রপিক মডেলের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অথচ আমাদের এই শহরে এ ধরনের উদ্যোগের অভাব আমাদের কষ্ট দেয়। ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলতে কর্পোরেট স্বার্থ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর এক ধরনের নেক্সাস দায়ী।

প্রশাসক আরও বলেন, প্রস্তাবিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টারকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে ডিএনসিসি সব ধরনের সহায়তা দিবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারিত্ব কিডনি চিকিৎসা ও ডায়ালাইসিস সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, এ উদ্যোগের পটভূমি তুলে ধরেন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের মহতী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নগরের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এ উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমার বন্ধুদের নিঃস্বার্থ উদ্যোগ ও প্রবাসীদের উদার সহায়তায় ফাউন্ডেশনটি চিকিৎসা খাতে কার্যকর অবদান রাখছে।

সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সিইও আসাদুল ইসলাম দেশের বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিএনসিসি হাসপাতালে নতুন সেবা চালুর রূপরেখা তুলে ধরেন।

ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিইও মো. আসাদুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম পর্যায়ে এই সেন্টারে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এসব ডায়ালাইসিস ইউনিটে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে। পরবর্তী ধাপে এটি বিশ্বমানের কিডনি চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত হবে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আরপিও-তে অনলাইন মনোনয়ন বাতিল হচ্ছে : ইসি সানাউল্লাহ Sep 03, 2025
img
শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: জুমা Sep 03, 2025
img
হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড Sep 03, 2025
img
হাসপাতালে কোচ, ভিয়েতনাম ম্যাচে মনোযোগ জায়ান-মোরসালিনদের Sep 03, 2025
img
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে : ডা. জাহিদ Sep 03, 2025
img
লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করা হবে না: জনপ্রশাসন সচিব Sep 03, 2025
img
৫১ বছর বয়সে রাকসু নির্বাচনে প্রার্থী হলেন মোর্শেদ Sep 03, 2025
img
তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন : আযম খান Sep 03, 2025
img
নাম নিয়ে বিড়ম্বনায় জয়! Sep 03, 2025
img
প্রতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে এনবিআর Sep 03, 2025
img
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু Sep 03, 2025
img
সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে জামালদের ফ্লাইট! Sep 03, 2025
img
আতিফ আসলামের কনসার্টে নারী ভক্তের অদ্ভুত নাচে সমালোচনার ঝড় Sep 03, 2025
img
ডাকসু নির্বাচনে পুলিশ, ক্লাস পরীক্ষা বন্ধ কখনো দেখিনি : মাসুদ কামাল Sep 03, 2025
img
চার শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে ডিএসইর সতর্কতা জারি Sep 03, 2025
ইউনাইটেডকে হারিয়েও জরিমানার মুখে গ্রিমসবি টাউন Sep 03, 2025
img
নির্বাচনে দলের প্রতি পক্ষপাতিত্ব করলে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন মন্ত্রণালয় Sep 03, 2025
img
ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা Sep 03, 2025
img
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা Sep 03, 2025
img
‘রোনালদোকে ভয় পেতাম পেনাল্টি এরিয়ায়, আর মেসিকে পুরো মাঠেই’ Sep 03, 2025