ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।
এবার তিনি কথা নামের বিড়ম্বনা নিয়ে।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘আওয়ামী লীগের আমলে কারো নাম তারেক হওয়া কিংবা এই সময় কারো নাম জয় হওয়া, এর মত বিরম্বনা আর কিছুতেই নেই।’ জয়ের এই পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন অনুরাগীরা। তার বক্তব্যের সঙ্গেও একমত প্রকাশ করছেন অনেকে।
কেউ কেউ তার নাম উল্লেখ করেও মজার ছলে মন্তব্য করছেন। একজন লিখছেন, ‘ভাই আপনি মনে হয় মহা মুসিবতে আছেন ।’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘আপনার নামের বাকি অংশ কই?’ কারো মন্তব্য, ‘আমি আমার ছেলের নাম জয় রেখেছিলাম ২০১৩ সালে। মৃত্যূর আগে পর্যন্ত সেটাই থাকবে ইনশাআল্লাহ। এই নাম সবসময় জয়ীদের নিশানা।’
এসএস/এসএন